অবরোধে আওয়ামী লীগ কার্যালয়: ‘পাহারায়’ নেতা-কর্মীরা, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান, ১২ নভেম্বর
ছবি: খালেদ সরকার

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ বানানো হয়েছে, টানানো হয়েছে শামিয়ানা। মঞ্চে শিল্পীরা গান গাইছেন। আর বিভিন্ন এলাকা থেকে জড়ো হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান নিয়েছেন।

বিএনপিসহ বিরোধী দলগুলোর চতুর্থ দফার অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ রোববারও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক ‘পাহারা’য় আছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে দলের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

রাজধানীতে যুবলীগের নেতা-কর্মীদের মিছিল, ১২ নভেম্বর
ছবি: খালেদ সরকার

আজ দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, নেতা-কর্মীদের রোদ থেকে বাঁচাতে শামিয়ানা টানানো হয়েছে। কার্যালয়ের সামনের সড়কের একপাশে মঞ্চ বানানো হয়েছে। মঞ্চে দেশাত্মবোধকসহ বিভিন্ন ধরনের গান গাইছেন শিল্পীরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত চলবে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকতে দেখা যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়, গ্রিন রোডের সায়েন্স ল্যাব প্রান্ত এবং উত্তর সিটি এলাকার শ্যামলী সিনেমা কমপ্লেক্স, শ্যামলী ওভারব্রিজ ও কল্যাণপুর এলাকা ঘুরে দেখা যায়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুটপাতে চেয়ার পেতে বসেছেন। তাঁরা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

আরও পড়ুন

চতুর্থ দফায় বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ সকাল ৬টা থেকে শুরু হয়েছে, আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এ অবরোধ চলবে। অবরোধ কর্মসূচি শুরুর আগে গতকাল শনিবার রাতে রাজধানীতে কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, অবরোধ কর্মসূচি দিয়ে বিএনপির নেতা-কর্মীরা চোরাগোপ্তা হামলা ও আগুন দিয়ে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। এই পরিস্থিতি ঠেকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও জোরালোভাবে মাঠে থাকবেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মন্নাফি প্রথম আলোকে বলেন, ‘বিএনপির চোরাগোপ্তা হামলা ঠেকানোর বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। প্রশাসন সতর্ক অবস্থানে আছে। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দুষ্কৃতকারী ব্যক্তিদের ধরা হচ্ছে। বিএনপি বেশি দিন এভাবে চালাতে পারবে না।’ সন্ধ্যার পরও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাহারায় থাকার নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন