রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচশত ব্যক্তির বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেনের আদালতে এই আবেদন করেন বিএনপি নেতা আইনজীবী ওমর ফারুক ফারুকী।
আদালত বাদী ওমর ফারুকের জবানবন্দি রেকর্ড করেছেন। তবে মামলা গ্রহণ–সংক্রান্ত বিষয়ে কোনো আদেশ দেননি। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান।
বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, মিরপুরে বিএনপির সমাবেশে হামলা চালিয়ে হত্যাচেষ্টা, মারধরের অভিযোগে যুবলীগের সাধারণ সম্পাদকসহ ২০ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।
মামলায় বলা হয়, ১৫ সেপ্টেম্বর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে বিএনপির নেতা–কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে বিএনপির জসীম, রনিসহ অনেকে গুরুতর জখম হন।