ঢাকা-৫ আসনের আট কেন্দ্র ঘুরে যা দেখা গেল

রাজধানীর যাত্রাবাড়ীতে আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে মিছিল ও শোডাউন। বেলা সোয়া ১১টা, ৭ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকা-৫ আসনে আটটি কেন্দ্র ঘুরে ভোটারদের ভিড় চোখে পড়েনি। কিছুক্ষণ পরপর যাঁরা আসছেন, নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। কেন্দ্রের ভেতরে ভোটার কম থাকলেও বাইরে চলছে প্রার্থীদের সমর্থকদের মহড়া, শোডাউন ও মিছিল।

আজ রোববার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকার পাঁচটি সংসদীয় আসনের আটটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখেছেন প্রথম আলোর একজন নিজস্ব প্রতিবেদক ও একজন আলোকচিত্রী।

এই আসনে ১৪ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে। এই তিন প্রার্থীর অনুসারীরা ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশায় করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসছেন। কেন্দ্রের বাইরে তিন পক্ষই টেবিল বিছিয়ে অবস্থান নিয়েছেন।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশীদ মুন্না (নৌকা প্রতীক)। আর আওয়ামী লীগের স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা (ট্রাক প্রতীক) ও কামরুল হাসান (ঈগল প্রতীক)।

এই তিনজনের মধ্যে নৌকার প্রার্থী হারুনর রশীদ যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাবা এই আসনের চারবারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে ছয়টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে চারটি কেন্দ্র সরেজমিন দেখেছে প্রথম আলো। বেলা সোয়া ১১টার দিকে স্কুলের সামনের সড়কে ট্রাক প্রতীকের কয়েক শ অনুসারীকে মিছিল, শোডাউন করতে দেখা গেছে।

এর আগে সকাল ১০টার দিকে সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয়ের চারটি কেন্দ্রের সামনের সড়কে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষের অনুসারীদের শোডাউন মহড়া দিতে দেখা গেছে।

সরেজমিন আরও দেখা যায়, এবারের নির্বাচনে কেন্দ্রের ভেতরে কেবল ভোটাররাই ঢুকতে পারছেন। ভোটার–সংকটের কারণে এজেন্টরা অলস সময় পার করছেন।

সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধলপুর, গোলাপবাগ, নুরপুর, পাটেরবাগ, ইসলামবাগ, জনতাবাগ, স্মৃতিধারা, রায়েরবাগ, জনতাবাগ, দনিয়া, সরাই, রসুলপুর, কুতুবখালী, ছনটেক, শেখদী, গোবিন্দপুর, কাজলার পাড়, মাতুয়াইল, কোনাপাড়া, ডগাইর, মোমেনবাগ, রহমতপুর, মুসলিমনগর, মধুবাগ, খানবাড়ী, আদর্শবাগ, রায়েরবাগ, বামৈল, ডগাইর, সারুলিয়া—এসব এলাকা নিয়েই আসনটি গঠিত।

এই আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু জাফর মো. হাবিব উল্লাহ (চেয়ার), বিএনএফের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের আবদুল কাইয়ূম (মিনার), এনপিপির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নূরুল আমিন (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশারফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির সারোয়ার খান (কাঁঠাল), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (তরমুজ) এবং হাফিজুর রহমান (কবুতর)।