বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

‘বিরোধী দলবিহীন, লোক দেখানো, একতরফা’ নির্বাচনেও সরকারি দলকে প্রকাশ্যে নানা ধরনের জালিয়াতির আশ্রয় নিতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির রাজনৈতিক পরিষদের সভায় এ অভিযোগ করা হয়।

দলের নেতারা বলেছেন, জাতীয় সংসদের ছয়টি আসনের উপনির্বাচনে বিদ্যমান নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থার প্রতি গণ–অনাস্থা ও গণহতাশার প্রকাশ ঘটেছে। বিরোধী দলহীন উপনির্বাচনকে সরকার ও সরকারি দল তামাশায় পরিণত করেছে। বগুড়ায় হিরো আলমের নির্বাচনী ফলাফল প্রমাণ করে যে প্রচলিত নির্বাচনী তামাশা আর রাজনীতিকদের প্রতি গণ–অনাস্থা ক্রমে বেড়ে চলেছে।

আরও পড়ুন

নির্বাচন কর্মকর্তাকে সিইসির ফোন, হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

এমন নির্বাচনে অর্থ ও সময়ের অপচয় হচ্ছে উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এসব নির্বাচন বন্ধ করার দাবি জানিয়েছে। এ ছাড়া নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে চলমান গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানায় দলটি।

আরও পড়ুন

ভোট চুরি হয়নি, লজ্জাজনকভাবে ফলাফল চুরি হয়েছে