সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে ৫ ঘণ্টায় সিলেটে এসেছেন সুরুজ মিয়া। শীতের রাতে আগুন জ্বেলে বসে আছেন মাঠে
ছবি: প্রথম আলো

চারদিকে তখনো ভালোমতো আলো ফোটেনি। হালকা কুয়াশার সঙ্গে কনকনে শীত।জড়সড় হয়ে কম্বল গায়ে অনেকে ঘুমিয়ে আছেন। অনেকে গল্প করছেন। জটলা বেঁধে অনেকে আবার আগুন জ্বালিয়ে শীত কাটানোর চেষ্টা করছেন।

তাদেরই একজন সুরুজ মিয়া (৫৫)। সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম–দক্ষিণ দিকের এককোনায় আগুন পোহাচ্ছিলেন। সঙ্গে ২০ থেকে ২৫ জনের একটা দল।

সুরুজ মিয়ার কাছে প্রশ্ন ছিল, এই শীতে এত কষ্ট করে কেন এলেন। উষ্ণ গলায় যে জবাব এল, তা যেন সামনে থাকা আগুনের মতোই। বললেন, ‘দুই টার্ম ধইরা ভুট দিতাম পারছি না। মনের মইধ্যে বহুত কষ্ট। ভুটের অধিকার ফিরা পাইতাম চাইতাছি। তাই বিএনপির ডাকে ছুইটা আইছি।’

আজ শনিবার বেলা দুইটা থেকে এই মাঠেই বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ শুরু হবে।

সুরুজ মিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দিঘিরপাড় গ্রামে। বললেন, সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে করে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টায় গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটে পৌঁছান। তিনি বিএনপিকে সমর্থন করেন।

আরও পড়ুন

বাধা পেরিয়ে অটোরিকশায়, হেঁটে সমাবেশে নেতা–কর্মীরা

সুরুজ মিয়া পেশায় কৃষক। তিনি যখন কথা বলছিলেন, আগুন পোহানোর জটলায় থাকা অন্যরাও বলেন, ‘চাচা হাছা (সত্য) কথাই কইছইন।’

রাত থেকেই মাঠে আছেন তাঁরা
ছবি: প্রথম আলো

সুরুজ মিয়ার সঙ্গে তাঁর নিজ উপজেলা তাহিরপুর ছাড়াও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকজন আগুন পোহাচ্ছিলেন। তাঁদের অনেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের পদধারী নেতা। কেউ কেউ বিএনপির সমর্থক।

পরিবহন ধর্মঘটের কারণে বাধাবিপত্তি পেরিয়ে অনেক কষ্টে তাঁরা গতকাল সন্ধ্যায় সিলেট শহরে পৌঁছেছেন। পরে পুরো রাত সমাবেশস্থলেই নির্ঘুম কাটিয়েছেন।

আরও পড়ুন

বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘটে আ.লীগের কী লাভ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের আজিজুর রহমান (২৯) উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ২০-দলীয় জোটের প্রার্থী রেজা কিবরিয়াকে সমর্থন দেওয়ার কারণে তিনিসহ তাঁর আরও রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল।

সমাবেশের মাঠে রাত থেকেই জড়ো হয়েছে মানুষ
ছবি: প্রথম আলো

এ মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে গত অক্টোবর মাসে মামলা থেকে খালাস পান। কোনো ধরনের অন্যায় না করা সত্ত্বেও মামলা দিয়ে তাঁকে হয়রানি করা হয়েছে। এসব ক্ষোভ তাঁর মনের ভেতরে জমা আছে। ভোটের অধিকার ফিরে পেতেই তিনি গণসমাবেশে এসে একাত্মতা জানিয়েছেন।

সমাবেশ মঞ্চের ঠিক সামনে এসে গতকাল সন্ধ্যা থেকেই অবস্থান নিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কয়েক শ নেতা-কর্মী। তাঁরা বলেন, গতকাল সন্ধ্যা থেকে খাবার, পানিসহ তাঁরা এখানে অবস্থান নিয়েছেন। এসব নেতা-কর্মীর অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাঁরা এসেছেন তাঁদের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘গুম’ হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে।

বিশ্বনাথ পৌর যুবদলের সদস্য মো. নাজমুল হোসেন (২৯) বলেন, বিশ্বনাথ উপজেলা থেকে ২৫–৩০ হাজার মানুষ এ সমাবেশে যোগ দেবেন। অনেকেই সমাবেশস্থলে গতকাল রাত কাটিয়েছেন।

একই উপজেলার রামপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. চুনু মিয়া (৪১) বলেন, গত কয়েকটা দিন পুলিশ নানাভাবে তাঁদের হয়রানি করেছে। সমাবেশে যেন প্রচুরসংখ্যক মানুষ না আসতে পারেন, সে জন্যই এমন হয়রানি করা হয়েছে। ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর গাড়িতে আওয়ামী লীগ, ছাত্রলীগ হামলাও করেছে কয়েক দিন আগে। এসব অন্যায়ের প্রতিবাদ জানাতেই সমাবেশে এসেছেন।