দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম একলাফে ২৬৬ টাকা বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তাঁরা অভিযোগ করে বলেছেন, সরকার দাম বৃদ্ধির পাগলা ঘোড়া ছেড়ে সাধারণ মানুষের জীবনকে তছনছ করে তুলেছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন।
বিবৃতিতে বলা হয়, গ্যাসের দাম বৃদ্ধি, ১৯ দিনের মধ্যে দুবার বিদ্যুতের দাম বৃদ্ধি, সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি, ওষুধ, ডিটারজেন্ট, নিত্যপণ্যসহ ব্যবহার্য জিনিসের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ অতিষ্ঠ।
সিপিবির এই শীর্ষ দুই নেতা বলেন, সমাজের কিছু সুবিধাভোগী মানুষের জীবনে এই মূল্য বৃদ্ধির আঁচড় লাগে না। অথচ এই মূল্য বৃদ্ধিতে প্রকৃত আয় কমে যাওয়া অধিকাংশ মানুষের জীবনে দুর্ভোগ বেড়ে চলেছে। সরকার সাধারণ মানুষের পকেট কাটতে কাটতে এখন পকেট নিংড়ানোর নীতি নিয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, গ্যাস আমাদের নিজস্ব সম্পদ। যথাসময়ে স্থল ও সমুদ্র ভাগের গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং জ্বালানি খাতে ভুল নীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম দূর করতে পারলে আজ গ্যাসে আমদানিনির্ভর হতে হতো না। অথচ এ দায় সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে। এটা অন্যায়, অযৌক্তিক ও অনৈতিক।
বিবৃতিতে সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরকারি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন মূল্যে সারা দেশে সিলিন্ডার গ্যাস সরবরাহের দাবি জানানো হয়। এতে বলা হয়, পাচারের টাকা ফেরত আনা ও খেলাপি ঋণ আদায়ে উদ্যোগ না নিয়ে লুটেরা ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত সরকার। এ অবস্থায় বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সিপিবি নেতারা।