জাতি যেনতেন নির্বাচন চায় না: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানফাইল ছবি: প্রথম আলো

জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠ তৈরি হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ গ্রামের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘জাতি যেনতেন নির্বাচন চায় না। পরপর তিনবার মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। এবার নতুন ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।’

নামাজ শেষে এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জামায়াতের আমির।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের সিলেট মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন