ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে ৪ ঘণ্টায় ৪% ভোট পড়েছে

রাজধানীর ধানমন্ডি এলাকার ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই কমছবি: প্রথম আলো

রাজধানীর ধানমন্ডি এলাকার ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪ শতাংশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল আটটায়।

ঢাকা মহিলা কলেজে মোট কেন্দ্র আছে দুটি—৩৬ ও ৩৭ নম্বর। ৩৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ৭২৩ জন ভোটারের মধ্যে ৪ ঘণ্টায় ভোট দিয়েছেন ১১১ জন। ৩৭ নম্বর কেন্দ্রের ৩ হাজার ৪১৬ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৩৩টি। দুই কেন্দ্র মিলে ভোটারের সংখ্যা ৬ হাজার ১৩৯ জন। ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৪৪ টি, যা মোট ভোটের ৩ দশমিক ৯৭ শতাংশ।

ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ২৭৫ ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৬১। এই সংসদীয় আসনে হিজড়া ভোটার আছেন ৩ জন। এই আসনের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড হলো—১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ নম্বর।

আরও পড়ুনঃ

ঢাকা-১৩: দুপুর ১২টা পর্যন্ত নারীর চেয়ে পুরুষ ভোটারের বেশি ভোট পড়েছে

নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে: জি এম কাদের

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা হলেন—আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির শামসুল আলম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শাহজাহান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইফতেখার ও টেলিভিশন প্রতীক নিয়ে ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ বাহারানে সুলতান বাহার।