রাজধানীতে আবার পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা, ৭ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো

রাজধানী ঢাকাতে নতুন করে দুই দিনের পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী বৃহস্পতি ও রোববার এ কর্মসূচি পালিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচিকে সংঘাতের উসকানি বলে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা, ৭ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো

এর আগে গত ২৮ জানুয়ারি রাজধানীতে ‘নীরব পদযাত্রা’ করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা হবে। এর আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আর ১২ ফেব্রুয়ারি রোববার শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা পর্যন্ত পদযাত্রা হবে। এই কর্মসূচির আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

ঢাকায় একবার পদযাত্রার পর নতুন করে এই কর্মসূচি দিয়ে বিএনপি কী অর্জন করতে চায়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এখন আমরা ইউনিয়ন পর্যায়ে গেছি। এর মূল কারণটা হলো, দেশের পুরো জনগণকে সম্পৃক্ত করে এই আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করা।’

এর আগে নতুন এই কর্মসূচি গ্রহণ করতে গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেই সভার সিদ্ধান্ত জানাতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষের মৃত্যু, ৪ ফেব্রুয়ারি ১০টি  বিভাগীয় শহরে সমাবেশের বিভিন্ন স্থানে হামলা, গ্রেপ্তার, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্তে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব।

এ ছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, খসড়া তথ্য সংরক্ষণ আইন এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ ও নাজিমউদ্দিন আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন