চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

নির্বাচন কমিশন
ফাইল ছবি

চট্টগ্রাম ১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে আজ রোববার তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।

চট্টগ্রামের বাঁশখালী থানায় এসে ওসি তোফায়েল আহমেদকে ধমকান নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। আজ দুপুরে
ছবি: ভিডিও থেকে নেওয়া।

ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরও পড়ুন

গত বছরের মে মাসে পিস্তল হাতে নিয়ে মিছিল করেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাঁকে পিস্তল হাতে দেখা যায়। সে সময় পিস্তল হাতে মিছিল করার জন্য তিনি সমালোচিত হন।