আওয়ামী লীগের আরও ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি। কার্যালয়ের সামনে তাই উৎসবমুখর পরিবেশে নেতা–কর্মী ও সমর্থকেরা। ঢাকা, ২০ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে আজ সোমবার ৭৩৩টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ নিয়ে গত তিন দিনে ৩ হাজার ১৯টি ফরম বিক্রি করল দলটি। ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ সরাসরি ফরম বিক্রি হয়েছে ৭০৯টি। আর অনলাইনে বিক্রি হয়েছে ২৪টি। এসব ফরম বিক্রি করে দলটি ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে।

আজ অন্যদের মধ্যে নৌকার প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ জানিয়েছে, শনি (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।