খালেদা জিয়াকে এখনো পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও সপ্তাহখানেক সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সোমবার রাতে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য এই তথ্য জানিয়েছেন।

মেডিকেল বোর্ডের ওই সদস্য প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল। তবে শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও অপেক্ষা করতে হবে।

গত ২৭ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্র থেকে আসা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক।

তাঁরা হলেন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা যুক্তরাষ্ট্রে ফিরে যান।

খালেদা জিয়ার চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার করার ফলে তাঁর লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে। এরপর থেকে তাঁকে কেবিনে রেখে পর্যবেক্ষণে রাখা হয়।

গত ৯ আগস্ট থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার জন্য পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি বেশ কিছুদিন রাজপথে আন্দোলনও করেছে। এমন অবস্থায় বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসে তাঁর যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার করেন।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের ওই সদস্য প্রথম আলোকে আরও বলেন, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার কিডনি ও হৃদ্‌যন্ত্রের জটিলতা বেড়ে গিয়েছিল। সে কারণে তাঁর যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।