বিএনপির এমপিরা কী সুবিধা নিয়েছেন, তথ্য চেয়ে আইনি নোটিশ

রোববার পদত্যাগের পর সংসদ ভবন থেকে বেরিয়ে আসছেন বিএনপির পাঁচজন সংসদ সদস্য
ছবি : সাজিদ হোসেন

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যরা রাষ্ট্র থেকে কী কী সুবিধা নিয়েছেন, তার তথ্য চেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক আজ সোমবার এ নোটিশ পাঠান।

সংসদ সচিবালয়ের সচিব, অর্থসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির সংসদ সদস্যরা রাষ্ট্র থেকে যে সুযোগ-সুবিধা নিয়েছেন, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। গতকাল রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সশরীর পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত আসনের রুমিন ফারহানা। সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার পদত্যাগপত্র জমা দেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় সশরীর পদত্যাগপত্র দেননি।

আরও পড়ুন

পদত্যাগের আবেদন যাচাই শেষে  রাতে সংসদ সচিবালয় থেকে ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দলটির সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন দেখা দেয়। বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ছাড়া বাকি পাঁচজন তখন শপথ নেন। নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় মির্জা ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেখানে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী জি এম সিরাজ।

আরও পড়ুন