বিএনপি–জামায়াত জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন: নানক

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ নেতা নানক এসব কথা বলেন।

আরও পড়ুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত আজ বিকেলে গণমিছিল করবে বিএনপি। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথের বিভিন্ন স্থান থেকে গণমিছিলে যুক্ত হবেন বিএনপিসহ ১৩টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। এ ছাড়া এলডিপি ও জামায়াতে ইসলামী আলাদা এবং তিনটি পৃথক জোটও ছয়টি স্থান থেকে গণমিছিল করবে।

আরও পড়ুন

আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে, ‘বিএনপি যাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে না পারে’, সে জন্য ১০ ডিসেম্বরের মতো আজও সতর্ক পাহারায় থাকবে তারা। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাতটি স্থানে এবং দক্ষিণ আওয়ামী লীগ দুই স্থানসহ মোট ৯টি স্থানে সমাবেশ ও অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। যুবলীগ জুমার নামাজের পর রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে। আর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ হুঁশিয়ারি দিয়েছে, কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে ঢাকা শহরের মানুষ সেই হাত ভেঙে ফেলবে।