গাজীপুর শহরের পাঁচ কেন্দ্রে দুই ঘণ্টায় ভোট পড়েছে সাড়ে ৪ শতাংশ

গাজীপুর শহরের শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার প্রায় নেই বললেই চলে। সকাল পৌনে ৯টার দিকে তোলাছবি: আশরাফুল আলম

শীতের সকালের রোদটা ছিল মিষ্টি। আবহাওয়া সুন্দর। কিন্তু ভোটকেন্দ্রে ভোটারের তেমন দেখা নেই। গাজীপুর-২ আসনে শহর এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। ভোট গ্রহণ শুরুর পর প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে। তবে গত বছরের মে মাসে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকেই ভোটারের ভিড় ছিল এসব কেন্দ্রে।

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ আহসান রাসেল। এখানে তিনিসহ প্রার্থীসংখ্যা ৯। তবে এখানে নৌকা প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কাজী আলিম উদ্দিনের জোর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

যে পাঁচ কেন্দ্রে এই দুই প্রতিবেদক আজ ঘুরেছেন, মোট ভোটার ১৬ হাজার ২০৯ জন। সকাল ১০টা পর্যন্ত এসব কেন্দ্রে ভোট পড়েছে ৭৪০টি। মোট ভোটের সাড়ে ৪ শতাংশ ভোট পড়েছে এখানে। পাঁচ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বেলা বাড়লে ভোট বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর সিটির ২৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল আলিম মাদ্রাসায় মোট চারটি কেন্দ্র। কেন্দ্র-১-এ মোট ভোটার ৩ হাজার ৪১৬ জন। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ ভোটকেন্দ্রে সকাল সোয়া ৮টায় গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে ফাঁকা, ভেতরের মাঠ ফাঁকা। ছয়টি ভোটকক্ষ এখানে। নৌকা আর ট্রাক প্রতীকের এজেন্ট আছেন সব কক্ষে। লাঙ্গলের আছেন একজন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ২৫৩টি।

শহরের মধ্যে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় ও পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একই ক্যাম্পাসে। এখানে মোট কেন্দ্র চারটি, ভোটার ১২ হাজারের বেশি। সকাল সাড়ে ৮টায় গিয়ে দেখা যায়, বিশাল মাঠের পুরোটাই ফাঁকা। ১০টার পর আবারও গিয়ে ফাঁকা মাঠ দেখা যায়। কিছু ভোটার আসছেন ধীরে ধীরে। নিচতলার কেন্দ্রে নারী ভোটার ৩ হাজার ২৪৯ জন, দুই ঘণ্টায় এখানে ভোট পড়েছে ১৫০টি। শহীদ স্মৃতি পশ্চিম কেন্দ্রে নারী ভোটার ৩ হাজার ২৪৭ জন। এখানে ভোট পড়েছে ৭২টি। আর প্রাথমিক বিদ্যালয়ে দুটি পুরুষ কেন্দ্র। প্রথমটিতে ৩ হাজার ১৪৩ ভোটের মধ্যে দুই ঘণ্টায় পড়েছে ১৭১টি। আর দ্বিতীয়টিতে ৩ হাজার ১৫৪ ভোটের মধ্যে পড়েছে ৯৪টি।

পাঁচটি কেন্দ্রের সব কক্ষেই মূল দুই প্রতিদ্বন্দ্বী নৌকা ও ট্রাক প্রতীকের এজেন্ট আছেন। এর বাইরে সব কেন্দ্রে একজন করে এজেন্ট আছেন আম ও লাঙ্গল প্রতীকের।