যুবলীগ সাধারণ সম্পাদকসহ চার–পাঁচশত ব্যক্তির নামে মামলা নেওয়ার আবেদন খারিজ

মিরপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।
প্রথম আলো ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানসহ অজ্ঞাত চার থেকে পাঁচশত ব্যক্তির নামে মামলা নেওয়ার আবেদন খারিজ করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেনের আদালতে এই আবেদন খারিজের আদেশ দেন।

আরও পড়ুন

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার।

এর আগে মিরপুরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচশত ব্যক্তির বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছিলেন বিএনপি নেতা আইনজীবী ওমর ফারুক ফারুকী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেনের আদালতে এই আবেদন করেন তিনি।

আরও পড়ুন

মামলায় বলা হয়েছিল, ১৫ সেপ্টেম্বর মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে বিএনপির জসীম, রনিসহ অনেকে গুরুতর জখম হন।