সিইসিকে তফসিল ঘোষণা না করার আহ্বান গণতন্ত্র মঞ্চের

অবরোধের দ্বিতীয় দিনে আজ জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। ৯ নভেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল যেন নির্বাচনের তফসিল ঘোষণা না করেন, সেই আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলছেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করবে না।

তৃতীয় দফা অবরোধের শেষ দিনে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। সমাবেশের আগে ঢাকার জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন ও বিজয়নগর এলাকায় মিছিল করেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা।

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সিইসির সাক্ষাৎ প্রসঙ্গে এই সমাবেশে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনের পরিবেশ নেই। সরকারের নির্দেশে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর নির্দেশনায় যদি আরেকটা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেন, বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না।

দেশে সংঘাত-সহিংস পরিস্থিতি এবং জনগণ ও সব বিরোধী দল নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে সিইসির উদ্দেশে সাইফুল হক বলেন, ‘আজকে (রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক থেকে) ফিরে এসে আপনারা (নির্বাচন কমিশন) পরিষ্কার করে বলুন, এর মধ্যে কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব না। যদি সরকার জবরদস্তি করতে চায়, তাহলে আপনারা (নির্বাচন কমিশনারেরা) পদত্যাগ করুন। পদত্যাগ করে রাজনৈতিক সংকট সমাধানের একটা পথ বের করুন। এবার মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’

আরও পড়ুন

সরকার পাতানো নির্বাচন করছে উল্লেখ করে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘সরকারের গোয়েন্দা সংস্থা হুমকি দিচ্ছে। আমরা হুমকিতে ভয় পাই না। আমরা দলীয় সরকারের অধীন নির্বাচনে অংশগ্রহণ করব না।’

সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ। দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে আন্দোলন ছাড়া কোনো পথ নেই বলে মনে করেন তিনি। শহীদ উদ্দিন মাহমুদ বলেন, মানুষের ভোটাধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার লড়াই চলছে। আগামী দিনে এই লড়াই আরও কঠোর হবে। সফল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

আরও পড়ুন

এ সময় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন