আলোচনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে স্বাধীনতা পুরস্কার ২০২৩ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ক্ষমতায় চলতে হবে। আর জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তাই আলোচনার বিকল্প নেই।

আজ বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন। সেখানে স্বাধীনতা পুরস্কার ২০২৩ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রী।

আওয়ামী লীগের এক নেতার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।  

গতকাল মঙ্গলবার ১৪ দল আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।

জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাঁরা রাজনীতি করেন, তাঁদের রাজনৈতিক অধিকার রয়েছে সভা-সমাবেশ করার। তাঁরা তাঁদের মতামত প্রদর্শন করবেন, জানাবেন এটাই তো স্বাভাবিক।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমি যত দূর জানি, জামায়াত ইসলামী এখন নির্বাচন কমিশনের স্বীকৃত (নিবন্ধিত) দল নয়। কাজেই এ বিষয়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার নিরূপণ করবেন। এখানে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পুলিশ কমিশনার দিয়ে থাকেন। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করার কিছু নেই।’

আরও পড়ুন

‘বিদেশি রাষ্ট্রদূতেরা যদি তাঁদের কাজের সীমারেখা অতিক্রম করেন, তাহলে সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ —পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা যেটা বলেছে সেটাই যথেষ্ট। এখানে আমার কোনো মন্তব্য নেই। আমরা শুধু এইটুকু মনে করি রাষ্ট্রদূতেরা তাঁদের শিষ্টাচার মেনটেইন করে, তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে এবং তাঁদের ওপর যে ধরনের বিধিনিষেধ আছে, সেগুলো পালন করে তাঁরা কাজ করবেন।’

আরও পড়ুন