৩০০ আসনে মহাজোটের ৩০৩ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মহাজোটের প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এই তালিকা জমা দিয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া তালিকায় আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ২৫৮ জন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাসদ তিনটি, তরিকত ফেডারেশন দুটি, বাংলাদেশ জাসদ একটি, বিকল্পধারা বাংলাদেশ তিনটি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। পাশাপাশি বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি (জেপি) দুটি এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে তিনটি আসনে আওয়ামী লীগ ও জোটের একাধিক প্রার্থী আছে, যাঁরা সবাই মহাজোটের প্রার্থী। এই আসন তিনটি হলো কুড়িগ্রাম–১, কুড়িগ্রাম–৪ ও বরিশাল–৩।

রংপুর বিভাগ:
পঞ্চগড়-১: মো: মাজহারুল হক প্রধান, পঞ্চগড়-২: মো. নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১: রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২: মো. দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও–৩: ইয়াসিন আলী (ওয়ার্কার্স পার্টি) , দিনাজপুর–১: মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২: খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩: ইকবালুর রহিম, দিনাজপুর-৪: আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫: মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬: শিবলী সাদিক, নীলফামারী-১: আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২: আসাদুজ্জামন নূর, নীলফামারী-৩: মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (লাঙ্গল), নীলফামারী-৪: আহসান আদেলুর রহমান (লাঙ্গল), লালমনিরহাট-১: মো. মোতাহার হোসেন, লালমনিরহাট-২: নুরুজ্জামান আহ‌মেদ, লালমনিরহাট–৩: গোলাম মোহাম্মদ কাদের (লাঙ্গল), রংপুর–১: মসিউর রহমান রাঙ্গা (লাঙ্গল), রংপুর–২: আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, রংপুর–৩: এইচ এম এরশাদ (লাঙ্গল), রংপুর-৪: টিপু মুনশি, রংপুর-৫: এ এইচ এন আশিকুর রহমান, রংপুর-৬: শিরীন শারমিন চৌধুরী, কুড়িগ্রাম–১: আসলাম হোসেন সওদাগর এবং এ কে এম মোসতাফিজুর রহমান (লাঙ্গল), কুড়িগ্রাম–২: পনির উদ্দিন আহমেদ (লাঙ্গল), কুড়িগ্রাম–৩: এম এ মতিন, কুড়িগ্রাম-৪: জাকির হোসেন ও রুহুল আমিন (বাইসাইকেল), গাইবান্ধা–১: শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), গাইবান্ধা-২: মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩: মো. ইউনুস আলী সরকার, গাইবান্ধা–৪: মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা–৫: ফজলে রাব্বী মিয়া।
রাজশাহী বিভাগ:
জয়পুরহাট-১: সামসুল আলম দুদু, জয়পুরহাট-২: আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া-১: আবদুল মান্নান, বগুড়া–২: শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল), বগুড়া–৩: নুরুল ইসলাম তালুকদার (লাঙ্গল), বগুড়া–৪: এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৫: মো. হাবিবর রহমান, বগুড়া–৬: নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), বগুড়া–৭: আলতাফ আলী (লাঙ্গল), নওগাঁ-১: সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২: শহিদুজ্জামান সরকার, নওগাঁ–৩: ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪: ইমাজউদ্দিন প্রামানিক, নওগাঁ-৫: নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬: মো. ইসরাফিল আলম, রাজশাহী-১: ওমর ফারুক চোধুরী, রাজশাহী–২: ফজলে হোসেন বাদশা (ওয়ার্কার্স পার্টি) রাজশাহী–৩: আয়েন উদ্দিন, রাজশাহী-৪: এনামুল হক, রাজশাহী–৫: মনসুর রহমান, রাজশাহী-৬: মো. শাহরিয়ার আলম, চাঁপাইনবাবগঞ্জ–১: সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২: জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওদুদ, নাটোর–১: শহিদুল ইসলাম বকুল, নাটোর–২: শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩: জুনা‌য়েদ আহ‌ম্মেদ পলক, নাটোর-৪: আবদুল কুদ্দুস, পাবনা-১: মো. শামসুল হক টুকু, পাবনা-২: আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩: মকবুল হোসেন, পাবনা-৪: শামসুর রহমান শরিফ ডিলু, পাবনা-৫: গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সিরাজগঞ্জ-১: মোহাম্মদ না‌সিম, সিরাজগঞ্জ-২: ‌ মো. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩: আবদুল আজিজ, সিরাজগঞ্জ-৪: তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫: আবদুল মমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৬: হাসিবুর রহমান খান স্বপন।

ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ-১: জুয়েল আরেং, ময়মনসিংহ-২: শরীফ আহ‌ম্মেদ, ময়মনসিংহ–৩: নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ–৪: বেগম রওশন এরশাদ (লাঙ্গল), ময়মনসিংহ–৫: কে এম খালিদ, ময়মনসিংহ-৬: মো. মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭: রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ–৮: ফখরুল ইমাম (লাঙ্গল), ময়মনসিংহ–৯: আনোয়ারুল আবেদিন খান, ময়মনসিংহ-১০: ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ–১১: কাজিম উদ্দিন আহমেদ, জামালপুর–১: আবুল কলাম আজাদ, জামালপুর–২: মো. ফরিদুল হক খান, জামালপুর-৩: মির্জা আজম, জামালপুর-৪: মো: মুরাদ হাসান, জামালপুর-৫: মোজাফ্ফর হো‌সেন, নেত্রকোনা-১: মানু মজুমদার, নেত্রকোনা–২: মো. আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩: অ‌সীম কুমার উকিল, নেত্রকোনা-৪: রেবেকা মমিন, নেত্রকোনা-৫: ওয়া‌রেসাত হো‌সেন বেলাল, শেরপুর-১: আতিউর রহমান আতিক, শেরপুর-২: মতিয়া চৌধুরী, শেরপুর-৩: এ কে এম ফজলুল হক চান।