১৮৭০ সালে মাটি ও চুন সুরকির দেয়াল আর টিনের ছাদ দিয়ে এই মসজিদ প্রতিষ্ঠা করেন আবদুল হামিদ মাস্টার। মসজিদটিতে রয়েছে ছোট-বড় ১৫টি গম্বুজ। প্রতিটি গম্বুজে যাওয়ার জন্য আছে সিঁড়ি। গম্বুজ ও সিঁড়িতে ফুটিয়ে তোলা হয়েছে মোগল স্থাপত্য নিদর্শনের প্রতিচ্ছবি। গম্বুজের চারপাশে জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবির নাম।
মসজিদের চারদিকে আছে হরেক রঙের ব্যবহার। স্থাপনার প্রতিটি অংশে লতাপাতার নকশা আর নানা কারুকাজে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। অতীতে মাটির দেয়ালে কারুকাজে ছিল।
আরও পড়ুন
বাঘা শাহি মসজিদ
কীভাবে যাবেন
চট্টগ্রাম শহর থেকে চকবাজার এলাকায় সিরাজ-উদ-দৌলা সড়কে বাস, বা অটোরিকশায় করে মসজিদে যাওয়া যায়।
আরও পড়ুন