শত্রুর প্রতি বিনয় ও উদারতা
ইসলামের বিজয় ইতিহাসের অন্যতম বীরযোদ্ধা ছিলেন সালাউদ্দিন আইয়ুবি। তিনি হাত্তিনের যুদ্ধে খ্রিষ্টানদের সমন্বিত ক্রুসেড বাহিনীকে পরাজিত করেছিলেন। তার এই বিজয় জেরুজালেমকে দ্বিতীয়বারের মতো মুসলিমদের হাতে ফিরিয়ে দিয়েছিল।
দিনটি ছিল ১১৯৩ সালের ৪ মার্চ। জেরুজালেমের শাসক গিদুসিলিয়ন অনুধাবন করেছিলেন খ্রিষ্টানরা যেভাবে দিনের পর দিন মুসলিমদের ওপর অত্যাচার ও বর্বরতা চালিয়েছে, আজ তার প্রতিশোধ নেওয়া হবে। সালাহউদ্দিন গিদুসিলিয়নের কাছে চিঠি পাঠালেন। চিঠিতে লেখা, ‘একজন রাজা হওয়ার কারণে আপনাকে হত্যা করার কোনো ইচ্ছা আমার নেই। তবে রেনল্ডের ক্ষেত্রে ভিন্ন। তাঁকে তার কর্মফল ভোগ করতে হবে।’
গিদুসিলিয়ন জানতেন, এর আগে খ্রিষ্টানরা সিরিয়া দখল করে একই ধরনের বার্তা মুসলিমদেরও দিয়েছিল। খ্রিষ্টানরা তাদের কথা রাখেনি। তারা নির্বিচার মুসলিমদের হত্যা করেছে। তবে সালাহউদ্দিন তাঁকে আশ্বস্ত করে বললেন, ‘ভয় নেই। আমরা আপনার পূর্বপুরুষদের মতো আচরণ করব না।’
সে সময় ক্রুসেডদের অধীনে অনেক নারী ছিলেন, যাঁরা মুসলিমদের বিজয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন। এত দিন খ্রিষ্টানরা যা করেছে, আজ মুসলিমরাও তা–ই করবে তাঁদের সঙ্গে। অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কেউ কেউ নিজের চুল ছোট করে ফেললেন, যাতে তাঁদের চেনা না যায়। অনেক নারী নিজের সন্তানকে হত্যা করেছিলেন এই ভয়ে যে তাঁদের দাস বানিয়ে ফেলা হবে। কিন্তু সালাহউদ্দিন তাঁদের কিছুই করলেন না। তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এমনকি ক্রুসেডদের মধ্যে যারা জীবিত ছিল, তাদেরও তিনি মুক্তিপণ আদায়ের সুযোগ দিয়েছিলেন।
যেদিন প্রথমবারের মতো তিনি জেরুজালেমের মাটিতে পা রেখেছিলেন, সেদিন তাঁর অন্তরে ছিল আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, মুখে ছিল কেবল একটি আয়াত।
সালাহউদ্দিন আইয়ুবির জেরুজালেম বিজয়ের আগে, মক্কা বিজয়ের দিন আমাদের প্রিয় নবী (সা.) একই আয়াত উচ্চারণ করেছিলেন। যাঁরা দীর্ঘদিন তাঁকে এবং তাঁর অনুসারীদের নির্মমভাবে অত্যাচার করেছিল, তাদের সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন।
তারও হাজার বছর আগে হজরত ইউসুফ (আ.) তাঁর ভাইদের উদ্দেশে একই বাক্য উচ্চারণ করেছিলেন। যেই ভাইয়েরা তাঁকে ছোটবেলা কুয়ায় ফেলে দিয়েছিল। তাঁকে তাঁর প্রিয় পিতা–মাতা থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তাঁকে দাস হিসেবে বিক্রি হতে হয়েছিল। পরে তিনি হয়েছিলেন মিসরের ক্ষমতাবানদের একজন। তিনিও তাঁর ভাইদের ক্ষমা করে দিয়েছিলেন এবং বলেছিলেন, ‘আজ তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি মেহেরবানদের চেয়েও অধিক মেহেরবান।’ (সুরা ইউসুফ, আয়াত: ৯২)
অনুবাদ: সাজিদ আল মাহমুদ