তারাবিহতে আজ: ত্রয়োদশ তারাবিহ
তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা কাহাফ, আয়াত: ৭৫-১১০
এ অংশের বিষয়বস্তু:
এক জ্ঞানী ব্যক্তির সন্ধানে ও সান্নিধ্যে মুসা (আ.)
জুলকারনাইনের প্রতি আল্লাহর অনুগ্রহের বিবরণ এবং তার কল্যাণমূলক কার্যক্রম।
শিরকমুক্ত আমল। নিকৃষ্ট আমলের অধিকারী কারা হবেন। মুমিনদের জন্য সুসংবাদ।
সুরা মরিয়ম, আয়াত ১-৯৮
এ অংশের বিষয়বস্তু:
জাকারিয়া (আ.)-এর প্রতি আল্লাহর অনুগ্রহের বিবরণ। আল্লাহর কাছে জাকারিয়ার সন্তান প্রার্থনা। জাকারিয়ার সন্তান ইয়াহইয়া। ইয়াহইয়ার প্রতি আল্লাহর অনুগ্রহ।
মরিয়মের গর্ভে আল্লাহর নিদর্শন হিসেবে ঈসা (আ.)–এর জন্মের বিবরণ। মরিয়মের প্রতি ইহুদিদের অপবাদ। কোলের শিশু ঈসার ভাষণ।
জাতির কাছে ইবরাহিম (আ.)–এর দাওয়াত। ইবরাহিমের প্রতি আল্লাহর অনুগ্রহ।
মুসা (আ.), হারুন (আ.), ইসমাইল (আ.) ও ইদ্রিস (আ.)–এর মর্যাদা।
নবীদের পরবর্তী লোকেরা নামাজ নষ্ট করে এবং কামনা–বাসনার অনুসরণ করে। তবে যারা তওবা করেছে, ইমান এনেছে, তারা জান্নাতে যাবে।
আখিরাত ও পুনরুত্থানের ব্যাপারে সন্দেহের জবাব।
কোরআন নিয়ে অবিশ্বাসীদের বিবাদ। কী ধরনের আমল পুরস্কারযোগ্য। অবিশ্বাসীদের কর্মপন্থা ও তাদের পরিণতি। সবাই আল্লাহর দাস হিসেবে পুনরুত্থিত হবে।
মুমিনদের প্রতি জনমনে ভালোবাসা সৃষ্টি হয়। কোরআন নাজিলের উদ্দেশ্য।
সুরা তোয়াহা, আয়াত: ১-১৩৫
এ অংশের বিষয়বস্তু:
কোরআন দুর্ভাগ্যের কারণ নয়। এটি মহাবিশ্বের স্রষ্টা ও মহাজ্ঞানী আল্লাহর কিতাব।
মুসা (আ.)–এর নবুয়ত লাভ। তাঁকে মুজিজা প্রদান ও ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ। মুসা (আ.)–এর জন্ম ও প্রতিপালনে আল্লাহর অনুগ্রহ।
মুসা (আ.)–এর প্রতি ফিরাউনকে দাওয়াত দানের নির্দেশ ও দাওয়াতের পন্থা। ফিরাউনকে
দাওয়াত দান। মুসার সঙ্গে ফিরাউনের বিতর্ক ও দ্বন্দ্ব। ফিরাউনের জাদুকরেরা ইমান আনেন।
ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলের মুক্তি। বনি ইসরাইল আল্লাহর নবী মুসা (আ.)–কে কষ্ট দেয়, তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ।
কিয়ামত, হাশর ও বিচার। কোরআন আল্লাহর সতর্কবাণী।
আদম (আ.) থেকে মানুষের সঙ্গে ইবলিসের দ্বন্দ্ব শুরু। শয়তান আদমকে কীভাবে প্রতারিত করেছিল? কারা দুর্ভাগা হবে?
যারা কোরআনকে উপেক্ষা করবে, তাদের হাশর।
রাসুল (সা.)–এর প্রতি আল্লাহর কতিপয় গুরুত্বপূর্ণ নির্দেশ।