লাপাজে অক্সিজেনের অভাবে মানিয়ে নিতে যা করছেন মেসিরা

বলিভিয়ার মুখোমুখি হওয়ার আগে লাপাজে অনুশীলনে আর্জেন্টিনা দলছবি: এএফপি

বলিভিয়ার লাপাজ যেন ফুটবলারদের কাছে এক ‘আতঙ্ক’! সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার ওপরে অবস্থিত লাপাজে বাইরের দেশ থেকে হঠাৎ যাওয়া মানুষের জন্য স্বাভাবিকভাবে চলাফেরা করাই কঠিন ব্যাপার। শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়। সেখানে ৯০ মিনিট ফুটবল খেলা কত কঠিন—আন্দাজ করে নেওয়াই যায়।

আর্জেন্টিনা দলকে আজ বাংলাদেশ সময় রাত দুইটায় সেখানে কঠিন পরীক্ষাই দিতে হবে। লাপাজের এর্নান্দেজ সাইলেস স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচ ঘিরে অন্য এক আলোচনাও আছে। সেটার শিরোনাম—অক্সিজেন!

আরও পড়ুন

দক্ষিণ আমেরিকা মহাদেশের বাছাইপর্বের এ ম্যাচ খেলতে অক্সিজেন ক্যানসহ লাপাজে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও পোস্ট করেন। অক্সিজেনের ক্যানে মুখ লাগিয়ে শ্বাস নিতে দেখা যাচ্ছে তাঁকে সেই ছবিতে।

টিম বাস থেকে নামার সময় আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর হাতেও দেখা গেছে অক্সিজেন ক্যান। উচ্চতায় শ্বাস নিতে যেহেতু সমস্যা হয়, তাই এই ব্যবস্থা। শুধু আর্জেন্টিনা নয়, ২০১৭ সালে ব্রাজিল দলও লাপাজে এসে অক্সিজেন–টিউব ব্যবহার করেছে। অক্সিজেনের অভাবে মাথাব্যথা, তন্দ্রাচ্ছন্নতায়ও ভোগেন ফুটবলাররা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মেসি–দি মারিয়ারা যে অক্সিজেন ক্যান ব্যবহার করেছেন, সেখান থেকে ৯৫ শতাংশ বিশুদ্ধ অক্সিজেন টানতে পারবেন। এই ক্যান বানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘বুস্ট অক্সিজেন’ ব্র্যান্ড। একেকটি ক্যানের দাম ১০ ডলার থেকে ৩৩ ডলারের মধ্যে (প্রায় ১০৯৭ থেকে ৩২৯৩ টাকার মধ্যে)। প্রতিটি ক্যানে সেকেন্ডে একবার করে মোট ২০০ বার শ্বাস নেওয়া যায়।

আরও পড়ুন

বলিভিয়ায় আর্জেন্টিনা দল এ পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছে। জিতেছে ৫ ম্যাচ, ৩টি ড্র ও হার ৭টি। এই ১৫ ম্যাচের মধ্যে বলিভিয়ার বিপক্ষে ১৩ ম্যাচ খেলে ৪ জয়, ২ ড্র ও ৭ ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বাইরে ব্রাজিলের বিপক্ষে ৩–১ গোলে জয়ের পাশাপাশি প্যারাগুয়ের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

লাপাজে এর্নান্দেজ সাইলেস স্টেডিয়াম
ছবি: টুইটার

ক্লারিন জানিয়েছে, খেলোয়াড়দের ওপর বিশেষ নজর রাখছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় কোন খেলোয়াড় কেমন বোধ করেন, সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন স্কালোনি। মাঠে খেলোয়াড়েরা কেমন দৌড়াতে পারেন, সেসব নিয়েও চিন্তা আছে গত ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচের। এ কারণে অক্সিজেন ক্যান, হালকা খাবার এবং পানিশূন্যতা রোধে পরিপূরক খাবারের ব্যবস্থা নিয়েছেন স্কালোনি।

আরও পড়ুন