ওয়ার্নকে নিয়ে টিভি সিরিজ, ‘অসম্মানজনক’ বলছেন মেয়ে

মেয়ে ব্রুক ওয়ার্নের সঙ্গে শেন ওয়ার্নইনস্টাগ্রাম

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর ছয় মাস না পেরোতেই তাঁর জীবন নিয়ে টিভি সিরিজ বানানোর ঘোষণা দিয়েছে নাইন নেটওয়ার্ক। তবে দুই পর্বে নির্মিতব্য এই সিরিজ নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন তাঁর মেয়ে ব্রুক ওয়ার্ন। বলেছেন, সিরিজ নির্মাণের এই সিদ্ধান্তে অসম্মানিত হয়েছেন তাঁর বাবা এবং পরিবার।

গত ৪ মার্চ থাইল্যান্ডে আকস্মিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি ওয়ার্ন। নাইন নেটওয়ার্কের ধারাভাষ্যকার হিসেবে ২০ বছর কাজ করেছেন তিনি। এই চ্যানেলটিই এবার ওয়ার্নকে নিয়ে টেলিমুভি বানানোর ঘোষণা দিয়েছে।

গত ৪ মার্চ অন্যলোকে চলে গেছেন শেন ওয়ার্ন
ছবি: রয়টার্স

ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়ে যে সিরিজটি নাইন নেটওয়ার্ক বানাবে, সেটির নাম হবে ‘ওয়ার্নি’। তবে নাইন নেটওয়ার্কের এই সিদ্ধান্ত মানতে পারছেন না ওয়ার্নের পরিবার ও বন্ধুরা। সিরিজ বানানোর এই সিদ্ধান্তকে অসংবেদনশীল বলে মনে করছেন তাঁরা। পাশাপাশি এই প্রকল্প বাতিল করার দাবিও তুলেছেন তাঁরা।

ওয়ার্নকে নিয়ে সিরিজ বানানোর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক প্রতিক্রিয়ায় ২৫ বছর বয়সী ব্রুক লিখেছেন, ‘আপনাদের কি আমার বাবার প্রতি কোনো শ্রদ্ধা আছে, কিংবা তাঁর পরিবারের প্রতি? তিনি চ্যানেল নাইনের জন্য এত কিছু করেছেন, আর আপনারা তাঁর জীবন এবং আমাদের পরিবারকে নাটকীয়রূপে তুলে ধরতে চান, তা–ও তাঁর মৃত্যুর ৬ মাস না পেরোতেই?’

এর আগে ওয়ার্নের দীর্ঘ সময়ের ম্যানেজার জেমস এরসকাইনও এই টেলিমুভি নিয়ে সমালোচনা করেছেন। গত জুনে দৈনিক হেরাল্ড সানকে তিনি বলেছেন, ‘ওয়ার্ন মারা গেছেন মাত্র কয়েক মাস হলো। আর এর মধ্যে তারা এমন একটি কাজ করতে যাচ্ছে। তারা এখন বিষয়গুলোকে উসকানিমূলক করে তুলতে চায়। এ জন্য তাদের লজ্জিত হওয়া উচিত।’

আরও পড়ুন

এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার চ্যানেল নাইনের এক মুখপাত্র গার্ডিয়ান অস্ট্রেলিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ওয়ার্নের জীবন নিয়ে মিনি সিরিজটি বানানোর উদ্দেশ্য নিয়ে সেই মুখপাত্র বলেছেন, ‘যে মানুষটি জীবনকে বিশালতার সঙ্গে যাপন করেছেন এবং আবেগের সঙ্গে ভালোবেসেছেন, তাঁর সেই জীবনকে উদ্‌যাপন করতেই এই কাজটি করা হচ্ছে।’

নিজেদের সিদ্ধান্তের যৌক্তিকতা দেখাতে গিয়ে তিনি আরও যোগ করে বলেন, ‘শেন এবং তার অর্জনের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আছে। আমাদের আশা, ওয়ার্নের পরিবার ও অস্ট্রেলিয়ানরা অনুভব করবে যে, এই প্রোগ্রামটি তার উত্তরাধিকার এবং জীবনকে সম্মান করেই বানানো।’ সিরিজ বানানোর ঘোষণা দিলেও, সেটিতে কারা অভিনয় করছেন তা এখনো জানানো হয়নি। তবে আগামী বছর এই সিরিজটি প্রচারিত হবে বলে জানানো হয়েছে।