জন্মদিনে ফুলের তোড়া হাতে বাবরের মুখে হাসি ফোটালেন হাসান আলীর মেয়ে

আজ ২৯তম জন্মদিন পালন করেছেন বাবর আজমছবি: টুইটার

আজ ২৯তম জন্মদিন পালন করছেন বাবর আজম। তবে জন্মদিনটা যেভাবে পালন করতে চেয়েছিলেন নিশ্চিতভাবেই তেমন হয়নি। আগের রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হয়ে বেশ সমালোচনার মুখে আছে বাবরের দল। ভারতের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি পাকিস্তান।

এমন পরিস্থিতিতে ঘটা করে জন্মদিন পালন করার মতো মানসিক অবস্থা থাকার কথা নয়। বাবরেরও নিশ্চয় ছিল না। তবে জন্মদিনের সকালে যার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন, তাকে গোমড়া মুখে ফেরানো একটু কঠিনই ছিল। বাবরও পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হোটেলে বাবরের রুমের বাইরে ফুলের তোড়া হাতে হাসিমুখে অপেক্ষা করছে একটি ছোট্ট শিশু। একটু পর রুমের দরজা খুলে বেরিয়ে আসেন বাবর। শিশুটিকে দেখে মুখে হাসি ফুটে বাবরের। ফুল নেওয়ার জন্য ঝুঁকে বসেও পড়েন। তবে বাবর ফুলের তোড়া হাতে নিতেই দৌড়ে চলে যায় শিশুটি।

আরও পড়ুন

বাবর দুই হাত বাড়িয়ে ডাক দিলে সে ফিরে এসে তাঁর সঙ্গে আলিঙ্গন করে। আদর করে বাবর আলতো করে চুমুও খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ ভাইরাল হয়েছে ভিডিওটি। অনেকেই পোস্টের কমেন্টে বাবরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এই ভিডিও শেয়ার করে নেওয়াজ নামে একজন লিখেছেন,‘বাবর আজম চাচুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে হাসান আলীর মেয়ে হেলেনা হাসান। এরচেয়ে আদুরে আর কিছু হয় না।’ এক ভক্ত লিখেছেন, ‘এই ভিডিও দেখে আমার দিনটা সুন্দর হয়ে গেছে।’

তবে হাসান আলীর মেয়ে হেলেনা হাসানই শুধু নন, বাবরকে দিনভর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। একটি ভিডিও পোস্ট করে পিসিবির পক্ষ থেকে বাবরকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, ‘রাজা আবার উঠে দাঁড়াবেন।’ সাবেক ক্রিকেটার আজহার আলী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবর আজম। পাকিস্তানের হয়ে খেলা সেরা ব্যাটসম্যান।’

আরও পড়ুন

বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান শনিবার ভারতের কাছে হারলেও প্রথম দুটিতে জিতেছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে জয়ের পর শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৬ উইকেটে। পাকিস্তানের পরের ম্যাচ ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। বেঙ্গালুরুর সেই ম্যাচে হারলে অবশ্য সেমিফাইনালের দৌড়ে বিপদ বাড়তে পারে বাবরদের।