সাব্বিরকে মাশরাফি এত পছন্দ করেন!

মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমান। প্রথম আলো ফাইল ছবি
মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমান। প্রথম আলো ফাইল ছবি
>আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা শেষ হয়নি, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও আহামরি কিছু নয়। তবুও সাব্বির ফিরলেন বাংলাদেশ ওয়ানডে দলে। প্রধান নির্বাচক সরাসরিই জানিয়ে দিলেন, মাশরাফির পছন্দেই সাব্বির এসেছেন দলে

সাব্বির রহমানের নিষেধাজ্ঞা কোন ফাঁকে যে এক মাস কমে এল, কেউ টেরই পেল না! নিউজিল্যান্ড সফরের দল ঘোষণার দু-এক দিন আগে নানা ফিসফাসে বোঝা গেল সাব্বির ফিরছেন জাতীয় দলে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার পর গত ছয় মাসে ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ২১ ইনিংস খেলেছেন সাব্বির, তিন অঙ্ক ছুঁতে পারেননি একটিও। ফিফটি তিনটি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন প্রথমে বলে নিলেন সাব্বিরের নির্বাসন দণ্ড কমিয়ে আনার ব্যাপারটি, ‘এটা আমরা দল দেওয়ার আগেই জেনেছি। শৃঙ্খলা কমিটির ব্যাপার। জানুয়ারির ৩১ তারিখের পর থেকে ওকে পাওয়া যাবে (আন্তর্জাতিক ক্রিকেট)। এটা আপনাদেরও বলা হয়নি, ওর শাস্তি এক মাস কমিয়ে আনা হয়েছে। আমরা ওভাবেই চিন্তা করে তাঁকে নিয়েছি।’

সাব্বিরের নিষেধাজ্ঞা ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত হওয়ার কথা। সেটি শেষ না হতেই কীভাবে তিনি দলে এলেন? দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, ঘরোয়া ক্রিকেটেও আহামরি কোনো পারফরম্যান্স নেই, বারবার বিতর্কে জড়ান, সমস্যা আছে তাঁর শৃঙ্খলাবোধ নিয়ে। তবুও কেন সাব্বির সুযোগ পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে? আজ প্রধান নির্বাচককে এ প্রশ্নগুলোই শুনতে হয়েছে বারবার। মিনহাজুল একটা পর্যায়ে তো রেগেই গেলেন, ‘একজন খেলোয়াড় নিয়ে কেন বারবার প্রশ্ন?’

যাঁর অন্তর্ভুক্তি প্রক্রিয়া স্বাভাবিক নয়, তাঁকে নিয়ে বারবার প্রশ্ন উঠবেই। মিনহাজুল আসল সত্যটাই বলে দিলেন, সাব্বিরকে নেওয়া হয়েছে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দাবি মেনে, ‘সাব্বিরের পারফরম্যান্স...পরিষ্কার করে দিই, এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালো ভাবে আমাদের কাছে ওকে নেওয়ার দাবি জানিয়েছে। এবং আমরা দুজনই এটার পক্ষে একমত হয়েছি। সে এমন একজনকে চাচ্ছে যে লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের পরিকল্পনা করেই ওকে নেওয়া হয়েছে। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁর ব্যাপারে। আমরাও আশাবাদী সে ফিরে আসবে।’

সাব্বিরের প্রতি মাশরাফির মুগ্ধতা নতুন নয়। অধিনায়কের চোখে সাব্বির একজন ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়। কাল রংপুর-খুলনা ম্যাচের পরও বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ভীষণ প্রশংসা করেছেন সাব্বিরের। এই বিপিএলে সাব্বির যে একটা দুর্দান্ত ইনিংস (৮৫) খেলেছেন, সেটি মাশরাফির রংপুরের বিপক্ষে। এটি হয়তো অধিনায়ককে আরও বেশি আত্মবিশ্বাসী করেছে তাঁকে দলে নিতে। কিন্তু একটা ইনিংস দিয়ে একজন ব্যাটসম্যানকে বিচার করা কতটা সমীচীন? এ প্রশ্নে সংবাদ সম্মেলনে কূটনৈতিক উত্তর দিলেও ড্রেসিংরুমে ফেরার পথে মাশরাফি যুক্তি দিলেন, ‘বিশ্বকাপের কথা যদি ভাবেন সাতে এমন ব্যাটসম্যান কই, যে ন্যাঁড়া উইকেটে কাজে লাগিয়ে প্রতিপক্ষের দুর্দান্ত ফাস্ট বোলারদের বিপক্ষে রান তুলতে পারবে। সাতে তো অনেককে পরীক্ষা-নিরীক্ষা করেছি। খুব ভালো ফল কি পেয়েছি?’

এবারের সুযোগটা সাব্বির কতটা কাজে লাগাতে পারেন সেটি সময় বলে দেবে। কিন্তু কথা হচ্ছে, নিজেদের গুরুত্বপূর্ণ-অগুরুত্বপূর্ণ নানা উদ্যোগ বা সিদ্ধান্ত নিয়মিত বিজ্ঞপ্তি দিয়ে জানালেও সাব্বিরের নিষেধাজ্ঞা যে আকস্মিক কমে গেছে সেটি জানানোর প্রয়োজন মনে করেনি বিসিবি। অবশ্য সংবাদমাধ্যমকে তাদের সব খবর জানাতে হবে, এমন কথা নয়। কিন্তু সাব্বিরের নিষেধাজ্ঞা কমিয়ে বিসিবি কি একটা নেতিবাচক বার্তাও দিল না, অপরাধ করলে শাস্তির পুরোটা ভোগ করতে হয় না!