ভিনিসিয়ুস-মার্সেলোকে ছাড়াই কোপা আমেরিকার ব্রাজিল দল

মার্সেলো ও ভিনিসিয়ুসকে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিল। ফাইল ছবি
মার্সেলো ও ভিনিসিয়ুসকে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিল। ফাইল ছবি

ঘরের মাঠে কোপা আমেরিকা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। তাঁর দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের মার্সেলো ও ভিনিসিয়ুস।

আগামী মাসের ১৪ তারিখে ব্রাজিলে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা ফুটবল। ঘরের মাঠে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। তাঁর দলে জায়গা হয়নি অভিজ্ঞ লেফটব্যাক মার্সেলোর। নতুন সেনসেশন ভিনিসিয়ুসকেও ২৩ সদস্যের দলে রাখেননি ব্রাজিল কোচ।

ব্রাজিল ফুটবলের মুখ মেনে কোপার জার্সি উন্মোচন করানো হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে। কোপার ব্রাজিল দলে তাই রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারকে দেখার সম্ভাবনা ছিল। কিন্তু চোট পেয়ে গত দুই মাস মাঠে নাম হয়নি তাঁর। তিতেও বলেছিলেন, সম্ভবত সুযোগ হাতছাড়া হচ্ছে ভিনিসিয়ুসের। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। দলে জায়গা পাননি ভিনিসিয়ুস। আর মৌসুম জুড়ে ফর্ম হারিয়ে খোঁজা মার্সেলোর বাদ পড়াটা এক প্রকার নিশ্চিতই ছিল।

এবারের কোপায় তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২ দল। দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে এবার আমন্ত্রিত হয়ে খেলবে কাতার ও জাপান। এর আগে ১৯৯৯ সালে জাপান খেললেও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ কাতার এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছে। ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। ১৪ জুন সাও পাওলোতে হবে উদ্বোধন। ৭ জুলাই রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

ব্রাজিল দল:
(গোলরক্ষক) এলিসন, এডারসন, ক্যাসিও
(রক্ষণভাগ) দানি আলভেজ, ফাগনার, অ্যালেক্স সান্দ্রো, ফিলিপে লুইস, মিরান্দা, থিয়াগো সিলভা, মারকিনহোস, মিলিতাও
(মাঝমাঠ) কাসেমিরো, আর্থার, ফার্নান্দিনহো, অ্যালান, পাকেতা
(আক্রমনভাগ) কুতিনহো, নেইমার, এভারটন, নেরেস, রিচারলিসন, ফিরমিনো, জেসুস

কোপা আমেরিকার গ্রুপ:
গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা এবং পেরু।
গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার।
গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।