মাশরাফি নেই, অধিনায়ক তামিম

মাশরাফির চোটে পড়া সামনে থেকে দেখলেন তামিম। ছবি: শামসুল হক
মাশরাফির চোটে পড়া সামনে থেকে দেখলেন তামিম। ছবি: শামসুল হক
>মাশরাফি চোটে পড়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না। তাঁর জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাহলে কে?

চোটে পড়ে শেষ মুহূর্তে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। নিয়মিত অধিনায়ক চোটে পড়ায় ছিটকে পড়েছেন সফর থেকে। সহ অধিনায়ক সাকিব আল হাসান আছেন ছুটিতে। এই সফরে তাহলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে?

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য সন্ধ্যায় বলতে পারেননি কে হচ্ছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক, ‘সিরিজ শুরু ২৬ জুলাই। এখনো দেরি আছে। এর মধ্যে বোর্ড নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে।’ খানিক পরেই বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস প্রথম আলোকে বললেন, ‘মাশরাফি শেষ মুহূর্তে ছিটকে পড়েছে। এই সফরে দলকে নেতৃত্ব দেবে তামিম (ইকবাল)।’

বাংলাদেশ দলকে তামিম একবারই নেতৃত্ব দিয়েছিলেন, ২০১৭ সালের ক্রাইস্টচার্চ টেস্টে। নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আঙুলের চোটে খেলতে পারেননি সেই টেস্ট। এবার মাশরাফি চোটে পড়ায় আবারও নেতৃত্বের ভার এসে পড়ছে তামিমের কাঁধে।

আরও পড়ুন