মাত্র তিন ঘণ্টায় বদলে গেল বাংলাদেশ দল

আজ তিন ঘণ্টার মাঝে শ্রীলঙ্কাগামী দলে এসেছে নানা পরিবর্তন
আজ তিন ঘণ্টার মাঝে শ্রীলঙ্কাগামী দলে এসেছে নানা পরিবর্তন
>এমন অদ্ভুতুড়ে সন্ধ্যা বাংলাদেশ ক্রিকেটে আগে কখনো এসেছে? বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে কাল দুপুরে। রওনা দেওয়ার আগের দিন চমকে ওঠা সব খবর ভেসে এল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে।
  • বিকেল ৫টা: মাশরাফি বিন মুর্তজার সংবাদ সম্মেলন। অধিনায়ক নিজের ফিটনেস নিয়ে বললেন, ‘দুদিন অনুশীলন করেছি। সমস্যা হয়নি। আশা করি সব ঠিকঠাক আছে।’
  • সন্ধ্যা ৬টা: অনুশীলনের আগে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল মাশরাফিকে।
  • সন্ধ্যা ৭টা: বোলিংও শুরু করলেন মাশরাফি।
  • ৭টা ১৫: বোলিং করতে গিয়ে হঠাৎই পড়ে গেলেন মাশরাফি। একটা শব্দও যেন হলো।
  • ৭টা ২০: ফিজিওর কাঁধে ভর দিয়ে মাশরাফি মাঠের বাইরে চলে গেলেন।
  • রাত ৮টা: বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, মাশরাফির শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না!
  • রাত ৯টা: বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
  • সাড়ে ৯টা: প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, মাশরাফিই শুধু নন, চোটে পড়ায় শ্রীলঙ্কায় যাচ্ছেন না সাইফউদ্দিনও।
  • রাত ১০টা: মাশরাফি ও সাইফউদ্দিনের জায়গায় যাচ্ছেন তাসকিন ও ফরহাদ রাজা।


আরও পড়ুন