ইডেন টেস্টের আয়ু হবে তিন দিন?

ইডেন গার্ডেনে প্রথম দিবারাত্রির টেস্টে ভরা গ্যালারি চান সৌরভ গাঙ্গুলী। এএফপি ফাইল ছবি
ইডেন গার্ডেনে প্রথম দিবারাত্রির টেস্টে ভরা গ্যালারি চান সৌরভ গাঙ্গুলী। এএফপি ফাইল ছবি
>ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের গ্যালারি কানায় কানায় পূর্ণ দেখতে চান সৌরভ গাঙ্গুলী। এই চাওয়ার কথা বলতে গিয়ে বিসিসিআইয়ের সভাপতি কলকাতার ক্রিকেটপ্রেমীদের গ্যালারিতে আসার আহ্বান জানিয়েছেন। তবে কলকাতার দর্শকদের টিকিট কেনার বিষয়টি দেখে মনে হচ্ছে তারা ধরেই নিয়েছে ম্যাচটি তিন দিনেই শেষ হয়ে যাবে! শুধু প্রথম তিন দিনের জন্যই যে ইডেনের সব টিকিট বিক্রি হয়েছে।

ইন্দোরে প্রথম টেস্টের আয়ু ছিল আড়াই দিন! ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ১৩০ রানে। কলকাতায় উপমহাদেশের প্রথম দিবারাত্রির টেস্টটির আয়ু কয় দিন হবে? ইডেন গার্ডেনে গোলাপি বলে ভারতের অভিষেককে স্মরণীয় করে রাখতে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মাঠে আসতে আহ্বান জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী। 

ইডেন গার্ডেনে যেন চলছে বিয়ে বাড়ির আয়োজন! উপমহাদেশে প্রথম দিবারাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে নিমন্ত্রণ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সৌরভের নিমন্ত্রণ পেয়েছেন ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ দলের সদস্যরা। এসব আয়োজন সার্থকতা পাবে তখনই, যখন ভারতের ক্রিকেটপ্রেমীরা যখন মাঠে আসবেন খেলা দেখতে। সৌরভের আশা, আগামী শুক্রবার শুরু দিবারাত্রির টেস্টে ইডেনের গ্যালারি উপচে পড়বে দর্শকে।

এর আগে অনেকবারই ভারতের অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে তুলনামূলক কম দর্শক হওয়া নিয়ে আক্ষেপ করেছেন। সঙ্গে তিনি এও বলে আসছেন, ভরা গ্যালারির সামনে খেলতে তাঁর খুব ভালো লাগে। বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর সৌরভও বলে আসছেন, টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাতে চান। ইডেন টেস্টের আগে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, ‘সে (কোহলি) অসাধারণ একজন খেলোয়াড়। আর এটাই হওয়া উচিত যে সে ভরা গ্যালারির সামনে খেলবে। প্রথম দিনে ও যখন মাঠে নামবে ইডেনে ভরা গ্যালারি দেখে খুশিই হবে।’

কলকাতার ক্রিকেটপ্রেমীদের মাঠে এসে খেলা দেখার আহ্বানও জানিয়েছেন সৌরভ, ‘ভারতের অসাধারণ সব ক্রিকেটাররা শূন্য গ্যালারির সামনে খেলবে, এটা আপনি কীভাবে হতে দিতে পারেন!প্রথম তিন দিন আপনারা গ্যালারিটা টইটম্বুর পাবেন।’ 

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে দর্শক ছিল খুব কম। ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও খুব বেশি দর্শক মাঠে আসেনি। তবে কলকাতায় দিবারাত্রির টেস্টের প্রথম তিন দিনের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ইডেনে প্রথম গোলাপি বলের ম্যাচ টেস্ট ক্রিকেটকে নতুন যৌবন দান করবে বলে মনে করেন সৌরভ, ‘টেস্ট ক্রিকেট এভাবেই এগিয়ে যাবে। আর টেস্ট ক্রিকেটের নতুন করে জেগে ওঠা দরকার। সারা বিশ্বেই এখন (দিবারাত্রির) টেস্টের মাধ্যমে এটা হচ্ছে। কোথাও না কোথাও এটা তো শুরু করতেই হবে। ক্রিকেটের দিক থেকে ভারত সবচেয়ে বড় দেশ। দর্শক মাঠে টানাটা একটা চ্যালেঞ্জ ছিল। তবে প্রথম তিন দিনের প্রতিদিনের জন্য আমরা ৬৫ হাজার টিকিট বিক্রি করতে পেরেছি। খুব ভালো লাগছে।’