এসএ গেমস সোনায় মোড়াবেন রোমান সানা?

>দশ বছরের ক্যারিয়ারে কখনো এসএ গেমসে খেলেননি দেশসেরা আর্চার রোমান সানা। এবার তাই পোখারায় খেলতে মুখিয়ে আছেন।
এসএ গেমসেও সোনার পদক জিততে চান রোমান সানা। ছবি: ফাইল ছবি।
এসএ গেমসেও সোনার পদক জিততে চান রোমান সানা। ছবি: ফাইল ছবি।

দশ বছরের ক্যারিয়ারে সোনার পদক গলায় তুলতে অনেক বার বিজয় মঞ্চে উঠেছেন। কিন্তু কখনো এসএ গেমস খেলা হয়নি রোমান সানার। এবারই প্রথম দক্ষিণ এশিয়ার ক্রীড়া শ্রেষ্ঠত্বের এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশের এই চ্যাম্পিয়ন আর্চার। আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে এসএ গেমসের ১৩তম আসর।

কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ মার্টিন ফ্রেডরিখ একই সঙ্গে বাংলাদেশের দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত দল ঘোষণা করেছেন। আগামী ২১-২৯ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে হবে ২১তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এরপরই নেপালে শুরু হবে এসএ গেমস। পোখারায় বাংলাদেশের তিরন্দাজদের সোনার পদকের অভিযান শুরু ৫ ডিসেম্বর থেকে। অবধারিতভাবেই দুই দলের মধ্যমণি রোমান সানা।

ব্যাংককে খেলতে আগামীকাল ঢাকা ছাড়বেন রোমান সানারা। আর্চারি দল ঢাকায় ফিরবে ২৯ নভেম্বর। এরপর ৩ ডিসেম্বর নেপালে যাবেন তিরন্দাজেরা।

এশিয়ান চ্যাম্পিয়নশিপ একই সঙ্গে আগামী বছরের টোকিও অলিম্পিকের কোটা প্লেস পাওয়ারও সুযোগ বাংলাদেশের জন্য। অবশ্য এরই মধ্যে রোমান সানা অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন। এবার তাই সুযোগ থাকছে বিউটি রায়, মেহনাজ আক্তার, ইতি খাতুন, নাসরিন আক্তারদের সামনে।

তবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ নয় তিরন্দাজদের সব নজর আপাতত এসএ গেমসে। সবার হয়ে রোমান সানা সেটাই বললেন, ‘এশিয়ান গেমসের আগে এমন বড় মাপের একটা আন্তর্জাতিক গেমস পাচ্ছি। ওখানকার ভুলগুলো শুধরে নিয়ে সেটা যদি এসএ গেমসে কাজে লাগাতে পারি তাহলে সোনা জেতাও সম্ভব।’ শুধু রোমান নয় বেশ অভিজ্ঞ আর্চারদের নিয়েই এবার এসএ গেমসের দল গড়েছেন ফ্রেডরিখ। রিকার্ভের পুরুষ দলগত বিভাগে রোমানের সঙ্গে খেলবেন হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, সাকিব মোল্লা। মেয়েদের বিভাগে সুযোগ পেয়েছেন ইতি, মেহনাজ, বিউটি, নাসরিন। কম্পাউন্ড ইভেন্টের ছেলেদের বিভাগে অসীম কুমার দাস, সোহেল রানা, আশিকুজ্জামান, সিয়াম সিদ্দিকী। মেয়েদের দলে সুযোগ পেয়েছেন সুস্মিতা বনিক,বন্যা আক্তার, শ্যামলী রায় ও সোমা বিশ্বাস।

থাইল্যান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রত্যাশার পাল্লাটা ভারি করতে চাননা আর্চাররা। তাদের আসল লড়াইটা হবে নেপালে। অবশ্য থাইল্যান্ডের গরম থেকে এসেই খেলতে হবে নেপালের ঠান্ডায়। এটা নিয়ে বেশ চিন্তিত রোমান, ‘কন্ডিশন নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। হঠাৎ গরম থেকে ঠান্ডায় খেলতে গেলে একটু সমস্যা হতে পারে।’ এসএ গেমসের এবারের আসরে খেলবে না ভারত। খবরটা শুনে সোনা জেতার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন রোমান, ‘ দশ বছরের ক্যারিয়ারে প্রথম এসএ গেমসে খেলব বলে এমনিতেই আমি খুব রোমাঞ্চিত। এরপর শুনতে পেলাম ভারত খেলবে না। আমাদের তাই নেপালে সোনা জেতার সম্ভাবনা শতভাগ আছে।’

পুরো বছর জুড়েই রোমান সানা দুর্দান্ত ফর্মে আছেন। হল্যান্ডে গত জুনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন, সরাসরি অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়েছেন। এরপর সেপ্টেম্বরে ফিনল্যান্ডে জিতেছেন এশিয়ান র‌্যাঙ্কিং টুর্নামেন্টে সোনা। বছরটা কি সোনায় মুড়িয়ে রাখতে পারবেন? রোমান অবশ্য আত্মবিশ্বাসী, ‘যেহেতু আমি ধারাবাহিকভাবে ভালো খেলছি তাই সবাই আশা করে আছে এখানেও সোনা জিতি। আমি অবশ্য সেরাটা সব সময় দেওয়ার চেষ্টা করি। টাইমিং মিলে গেলে অবশ্যই ভালো একটা ফল হবে। তবে পুরোনো ফলগুলো আমাকে অনুপ্রেরণাই দেবে।’

বছরটা কি সোনায় মুড়িয়ে শেষ করতে পারবেন রোমান?