'এত জ্ঞান নিয়ে কোচ হলেন না কেন' - বেস্টকে আর্চারের খোঁচা

ব্রডের বদলে আর্চারের দলে জায়গা পাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবি: এএফপি
ব্রডের বদলে আর্চারের দলে জায়গা পাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছবি: এএফপি

টেস্ট চলছে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের। সেখানে ইংল্যান্ড দলে এক ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের বদলে আরেক ফাস্ট বোলার জফরা আর্চারের জায়গা পাওয়া নিয়ে বিতর্ক চলছে কদিন ধরেই। এ নিয়ে টুইটারে কথার লড়াই লেগে গেছে আর্চার আর ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার টিনো বেস্টের মধ্যেও।

ব্রডকে বাদ দিয়ে এই টেস্টে জেমস অ্যান্ডারসনের সঙ্গে দুই দ্রুতগতির বোলার মার্ক উড ও জফরা আর্চারকে নিয়েছে ইংল্যান্ড। অ্যাশেজে দারুণ বোলিং করেছেন ব্রড। অ্যান্ডারসনের সঙ্গে তাঁর উদ্বোধনী বোলিং জুটি অনেকদিনের, দুজনে মিলে ১০০০-এর বেশি টেস্ট উইকেটও পেয়েছেন। বাদ পড়ার পর বেশ রাগই ঝেড়েছেন ব্রড। কাল টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে স্কাই স্পোর্টসকে ব্রড বলেন, 'আমি হতাশ, রাগান্বিত, বিরক্ত। সিদ্ধান্তটা বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে। গত দু-এক বছরে আমি সম্ভবত ক্যারিয়ারের সেরা বোলিংটাই করেছি। বিশেষ করে অ্যাশেজ এবং এরপর দক্ষিণ আফ্রিকায় গিয়ে জেতার পর মনে হচ্ছিল, এই জার্সিটা আমার প্রাপ্য।'

ব্রডের কথার পরই কি না, টিনো বেস্ট একটা খোঁচা মেরে বসলেন আর্চারকে। এর পেছনে বারবাডোজ বংশোদ্ভুত আর্চারের ওয়েস্ট ইন্ডিজে না খেলে ইংল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্তের কোনো প্রভাব আছে কি না, নাকি শুধুই ক্রিকেটীয় বিশ্লেষণ থেকে কথাগুলো বলেছেন বেস্ট, তা শুধু বেস্টই জানেন। তাঁর টুইটটা ছিল এরকম, 'সত্যিই তো, আর্চার কেন ব্রডের আগে দলে জায়গা পাবে? আপনার দলে উড আছে যে কিনা ৯০ মাইলের বেশি গতিতে বল করে। আর ওর (আর্চার) বলের গতি ব্রডের কাছাকাছিই। ব্রডের ক্ষুব্ধ হওয়াতে আমি দোষের কিছু দেখি না। এটা মোটেও ন্যায়সঙ্গত হয়নি।'
বেস্টের কথা আবার পছন্দ হয়নি আর্চারের। বেস্টের টুইটটি রি-টুইট করে ইংল্যান্ডের ফাস্ট বোলার বেস্টকে উদ্দেশ করে খোঁচা মেরে লিখেছেন, 'এত জ্ঞান নিয়ে আপনি কোচ হলেন না কেন?'
ব্যস, তাতেই কথার লড়াই জমে গেল আরও! অ্যাশেজের পর থেকে আর্চারের বলের গতি আগের মতো নেই—এটা বুঝিয়ে বেস্ট আবার উত্তর দিলেন, 'সম্মান দিয়ে কথা বলো, যুবক! সত্যিটা হচ্ছে অ্যাশেজের পর থেকেই তুমি অত জোরে বল করতে পারনি। যাও, ঘুমাতে যাও, বিশ্রাম নাও। কারণ দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ আবার তোমাদের পেটাবে। বিদায়, জফরা।' শেষ অংশে অবশ্য বানানে ভুল করে 'বিদায়, জরফা' লিখে ফেলেছেন বেস্ট!
এই প্রতিবেদন লেখার সময়েও অবশ্য ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শুরু হয়নি। সাউদাম্পটন টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১১৭ রান করেছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২০৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৩১৮ রান।