নিলাম শুরু সাড়ে ১২টা থেকে
আইপিএল নিলামের ঘণ্টা বাজবে আজ। রোববারও চলবে নিলাম। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে এই নিলাম। বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়া থেকে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ এইচডি চ্যানেল। নিলামে কী হচ্ছে না হচ্ছে, সেটা সরাসরি জানার জন্য প্রথম আলো-তে!
বাংলাদেশের কে কে নিলামে অংশ নিচ্ছেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম
যেসব খেলোয়াড়দের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো
চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি)
মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি)
মঈন আলী (৮ কোটি রুপি)
রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)
কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি)
ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি রুপি)
বরুণ চক্রবর্তী (৮ কোটি রুপি)
সুনীল নারাইন (৬ কোটি রুপি)
মুম্বাই ইন্ডিয়ানস
রোহিত শর্মা (১৬ কোটি রুপি)
যশপ্রীত বুমরা (১২ কোটি রুপি)
সূর্যকুমার যাদব (৮ কোটি রুপি)
কাইরন পোলার্ড (৬ কোটি রুপি)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি (১৫ কোটি রুপি)
গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি)
মোহাম্মদ সিরাজ (৭ কোটি রুপি)
সানরাইজার্স হায়দরাবাদ
কেইন উইলিয়ামসন (১৪ কোটি রুপি)
আবদুল সামাদ (৪ কোটি রুপি)
উমরান মালিক (৪ কোটি রুপি)
পাঞ্জাব কিংস
মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি রুপি)
অর্শদীপ সিং (৪ কোটি রুপি)
রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি)
জস বাটলার (১০ কোটি রুপি)
যশস্বী জয়সওয়াল (৪ কোটি রুপি)
দিল্লি ক্যাপিটালস
ঋষভ পন্ত (১৬ কোটি রুপি)
অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি)
পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি)
আনরিখ নরকিয়া (৬.৫ কোটি রুপি)
গুজরাট টাইটানস
হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি)
রশিদ খান (১৫ কোটি রুপি)
শুবমান গিল (৮ কোটি রুপি)
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
লোকেশ রাহুল (১৭ কোটি রুপি)
মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি)
রবি বিষ্ণয় (৫ কোটি রুপি)
নিলামে যাদের দেখা যাবে না
বেশ কিছু ক্রিকেটার আগেই জানিয়ে দিয়েছেন, এবার আইপিএলে খেলবেন না। গত নিলামে ১৬ কোটি পাওয়া দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিস মরিস যাদের মধ্যে অন্যতম। এই তালিকায় আরও আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, ব্যাটসম্যান জো রুট, অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও স্যাম কুরান, ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল, নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স প্রমুখ
শুরু হয়েছে নিলাম
আইপিএলের নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলছে উদ্বোধনী ভাষণ।
শিখর ধাওয়ান পাঞ্জাবে
দুই কোটি ভিত্তিমূল্যের শিখর ধাওয়ানকে দিয়ে শুরু হলো নিলাম। ৮ কোটি ২৫ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালসকে হারিয়ে পাঞ্জাব কিংস কিনে নিয়েছে তাঁকে
রবিচন্দ্রন অশ্বিনের ঠিকানা রাজস্থান
দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে উঠল স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের নাম। ৫ কোটি রুপির বিনিময়ে রাজস্থান রয়্যালসে গেলেন তিনি
কামিন্স ফিরলেন কলকাতায়
গতবারের মতো সাড়ে ১৫ কোটি রুপি না জুটলেও, কোটিপতিই হলেন প্যাট কামিন্স। ৭ কোটি ২৫ লাখ রুপি দিয়ে আবারও অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স
কাগিসো রাবাদা পাড়ি জমাচ্ছেন পাঞ্জাবে
৯ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। শত চেষ্টা করেও তাঁকে ফেরাতে পারল না দিল্লি
ট্রেন্ট বোল্ট যাচ্ছেন রাজস্থানে
আট কোটি রুপির বিনিময়ে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে।
সোয়া ১২ কোটি দাম উঠল শ্রেয়াস আইয়ারের, গেলেন কলকাতায়
অধিনায়ক বোধহয় পেয়েই গেল কলকাতা! ১২ কোটি ২৫ লাখ রুপি দিয়ে দিল্লি ক্যাপিটালসের সাবেক অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছে শাহরুখ খানের দল
শামির দাম ৬ কোটি ২৫ লাখ
৬ কোটি ২৫ লাখের বিনিময়ে পেসার মোহাম্মদ শামিকে কিনে নিয়েছে নতুন দল গুজরাট টাইটানস
ফ্যাফ ডু প্লেসি কে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
দক্ষিণ আফ্রিকান ওপেনার ফ্যাফ ডু প্লেসি কে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর দাম উঠেছে ৭ কোটি রুপি। আগের দল চেন্নাই অনেক চেষ্টা করেও পেল না এই ওপেনারকে
কুইন্টন ডি ককের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কককে কিনে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
হায়দরাবাদ থেকে ওয়ার্নার গেলেন দিল্লিতে
৬ কোটি ২৫ লাখ রুপিতে দিল্লিতে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এর মধ্যে দশজন 'মার্কি' খেলোয়াড়ের নিলাম শেষ হলো।
প্রথম রাউন্ড শেষে...
দ্বিতীয় রাউন্ডের প্রথম নাম মনীশ পাণ্ডে
দ্বিতীয় রাউন্ডে নিলামে উঠবেন জাতীয় দলের হয়ে খেলা ব্যাটসম্যানরা। প্রথমেই নিলাম হচ্ছে মনীশ পাণ্ডেকে নিয়ে, গত মৌসুমে যিনি খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৪ কোটি ৬০ লাখ রুপির বিনিময়ে তাঁকে কিনে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
রাজস্থানে পাড়ি হেটমায়ারের
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে নিয়ে বেশ ভালোই কাড়াকাড়ি লেগে গিয়েছিল নিলামের টেবিলে। শেষমেশ ৮ কোটি ৫০ লাখে রাজস্থান রয়্যালসে পাড়ি জমিয়েছেন এই মারকাটারি ব্যাটসম্যান
আবারও চেন্নাই-ই ঠিকানা উথাপ্পার
দুই কোটি রুপিতে টপ অর্ডার ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে কিনেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, গত মৌসুমে উথাপ্পা যে দলে খেলেছেন
গুজরাটে জেসন রয়
গুজরাট টাইটানস ২ কোটি রুপির বিনিময়ে কিনেছে ইংলিশ ওপেনার জেসন রয়কে
অবিক্রীত ডেভিড মিলার
দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড মিলারকে আপাতত কেউ কিনল না। তাঁর ভিত্তিমূল্য ছিল এক কোটি রুপি।
পাডিকালের জন্য ৭ কোটি ৭৫ লাখ খরচ রাজস্থানের
গত মৌসুমেই দেখিয়ে দিয়েছিলেন, ওপেনার হিসেবে কী কী করতে পারেন দেবদূত পাডিকাল। এবার তাঁকে নিয়ে কাড়াকাড়ি লাগবে, নিশ্চিত ছিল। আগেরবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা এই ওপেনারকে ৭ কোটি ৭৫ লাখে কিনেছে আরেক রয়্যালস - রাজস্থান।
অবিক্রিত স্মিথ, রায়না
আইপিএলের অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়নার জন্য কোনো দলই আগ্রহ দেখায়নি। ভাগ্য সুপ্রসন্ন হয়নি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথেরও। দুজনেরই ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি
ডোয়াইন ব্রাভোর দাম ৪ কোটি ৪০ লাখ
৪ কোটি ৪০ লাখে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে আবারও কিনেছে চেন্নাই সুপার কিংস
নিতিশ রানাকে ফেরাল কলকাতা
নিজের এত দাম উঠবে, হয়ত ভাবেননি নিতিশ রানা। ৮ কোটি রুপিতে এই ব্যাটসম্যানকে আবারও কিনেছে কলকাতা নাইট রাইডার্স
হোল্ডারের দাম উঠল ৮ কোটি ৭৫ লাখ
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়কের জন্য নিলাম টেবিল গ্রুম হয়েছিল বেশ। এই পেস বোলিং অলরাউন্ডারকে শেষমেশ ৮ কোটি ৭৫ লাখে কিনেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
অবিক্রিত সাকিব!
বাংলাদেশের সাকিব আল হাসানকে আপাতত কেউই কিনল না। ২ কোটি ভিত্তিমূল্যের সাকিব আপাতত অবিক্রিতই রইলেন
হার্শাল প্যাটেলের দাম ১০ কোটি ৭৫ লাখ
গতবারের সর্বোচ্চ উইকেটশিকারি, ভারতীয় পেসার হার্শাল প্যাটেলের জন্য ১০ কোটি ৭৫ লাখ খরচ করেছে তাঁর সাবেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৫ কোটি ৭৫ লাখে লক্ষ্ণৌতে দীপক হুদা
গত মৌসুমে পাঞ্জাব কিংসে খেলা ব্যাটসম্যান দীপক হুদাকে এবার কিনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দাম ৫ কোটি ৭৫ লাখ
অজ্ঞান হয়ে গেছেন সঞ্চালক
নিলাম চলছিল লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে। লড়ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই অপ্রত্যাশিতভাবে থেমে গেল সব কার্যক্রম। নিলাম সঞ্চালনা করতে করতেই অজ্ঞান হয়ে গেছেন হিউ এডমিডস। আপাতত মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে।
সুস্থ আছেন সঞ্চালক
ক্রীড়া বিশ্লেষক ও সঞ্চালক গৌতম ভিমানি জানিয়েছেন, সুস্থ হয়েছেন নিলামকারী হিউ এডমিডস
বিকেল চারটায় শুরু হবে নিলাম
মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল চারটা থেকে আবারও শুরু হবে আইপিএলের নিলাম
আসছেন নতুন সঞ্চালক
বিশ্রাম দরকার সঞ্চালক হিউ এডমিডসের। আইপিএল কর্তৃপক্ষ তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। তাই অন্তত আজ এই ব্রিটিশ নিলামকারীকে দেখা যাবে না। তাঁর জায়গায় নতুন নিলাম সঞ্চালকের দায়িত্ব নিচ্ছেন উপস্থাপক চারু শর্মা
কোহলিরা পেলেন নতুন সঙ্গী
১০ কোটি ৭৫ লাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ভেড়াল লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। বিরতির পর হাসারাঙ্গার জন্য আর নতুন করে দাম হাঁকায়নি পাঞ্জাব কিংস, তার আগেই অবশ্য আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী লঙ্কান ক্রিকেটার হয়ে গেছেন হাসারাঙ্গা
হায়দরাবাদে ওয়াশিংটন সুন্দর
৮ কোটি ৭৫ লাখের বিনিময়ে সানরাইজার্স হায়দরবাদে পাড়ি জমিয়েছেন স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর
ক্রুনাল পান্ডিয়াকে দলে নিয়েছে লক্ষ্ণৌ
৮ কোটি ২৫ লাখে লোকেশ রাহুলের লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে গিয়েছেন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া
মিচেল মার্শ পাড়ি জমিয়েছেন দিল্লিতে
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে সাড়ে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস
কেউ দলে নিল না নবী, ওয়েডকে
সাকিবের মতো অবিক্রিত রইলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও অস্ট্রেলিয়ার উইকেটকিপার ম্যাথু ওয়েড
অম্বাতি রাইড়ুর দাম উঠেছে ৬ কোটি ৭৫ লাখ
৬ কোটি ৭৫ লাখে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে দুই কোটি রুপি ভিত্তিমূল্যের ব্যাটসম্যান অম্বাতি রাইড়ুকে। রাইড়ু আগেও চেন্নাইতেই খেলতেন
ঈশান কিষান পেলেন ১৫ কোটি ২৫ লাখ
ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে তাতে খরচ হয়েছে ১৫ কোটি ২৫ লাখ। এই আকাশছোঁয়া মূল্যে ঘরে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিষান
জনি বেয়ারস্টোকে দলে নিয়েছে পাঞ্জাব
৬ কোটি ৭৫ লাখে সানরাইজার্স হায়দরাবাদ থেকে পাঞ্জাব কিংসে পাড়ি জমিয়েছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
দিনেশ কার্তিকের দাম সাড়ে ৫ কোটি
কলকাতা নাইট রাইডার্স থেকে এবার বিরাট কোহলির বেঙ্গালুরুতে পাড়ি জমাচ্ছেন উইকেটকিপার দিনেশ কার্তিক। তাঁর দাম সাড়ে ৫ কোটি
কোনো দলে ঠাঁই হলো না ঋদ্ধিমান-বিলিংস
দুজন উইকেটকিপারের প্রতি কেউ আগ্রহ দেখালো না। ভারতের ঋদ্ধিমান সাহা ও ইংল্যান্ডের স্যাম বিলিংস পেলেন না কোনো দল
পুরান গেলেন নতুন দলে
ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানের জন্য শেষ মুহূর্ত চেষ্টা করেও পারল না কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস থেকে সানরাইজার্স হায়দরাবাদে পাড়ি জমিয়েছেন তিনি
টি নটরাজনকে ৪ কোটি দিয়ে কিনে নিল হায়দরাবাদ
১ কোটি ভিত্তি মূল্যের বাঁহাতি পেসার নটরাজন গেলেন পুরোনো দলেই। গুজরাট টাইটানস কিছুক্ষণ চেষ্টা করেই হাল ছেড়ে দিয়েছে।
দীপক চাহারের জন্য ১৪ কোটি রুপি খরচ হলো চেন্নাইয়ের
ঘরের ছেলেকে ঘরে ফেরাতে ১৪ কোটি রুপি খরচ হলো চেন্নাই সুপার কিংসের। রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস বহু চেষ্টাতেও তাঁকে পায়নি। নতুন বলে উইকেট তুলে নিতে পারেন বলে ভারতীয় এই পেসারের প্রতি আগ্রহ ছিল অনেকের।
কোন দলের হাতে কত অর্থ বাকি?
আইপিএল নিলামের প্রথম দিনে এরই মধ্যে অনেক বড় দর দেখা গেছে। এতে অনেকেরই তহবিলে টান পড়ে গেছে। কিন্তু কিন্তু ১৮ জন খেলোয়াড় নিয়ে দল সাজাতে হবে সবাইকে। চলুন দেখে নেওয়া যাক, কোন ফ্র্যাঞ্চাইজির তহবিলে কত বাকি ও কত জন ক্রিকেটার নিয়েছে তারা।
চেন্নাই- ২০ কোটি ৮৫ লাখ রুপি (৮)
দিল্লি- ৩৪ কোটি ৭৫ লাখ (৬)
গুজরাট- ২৪ কোটি ৯০ লাখ (৭)
কলকাতা- ২০ কোটি ৫০ লাখ (৭)
লক্ষ্ণৌ- ২৪ কোটি ৯০ লাখ (৮)
মুম্বাই- ৩২ কোটি ৭৫ লাখ (৫)
পাঞ্জাব- ৪৭ কোটি ৭৫ লাখ (৭)
রাজস্থান- ৩২ কোটি ৭৫ লাখ (৭)
বেঙ্গালুরু- ২৩ কোটি (৭)
হায়দরাবাদ- ৪৪ কোটি ৫০ লাখ (৬)
চেন্নাই- ৩৪ কোটি ৮৫ লাখ (৭)
প্রসিধ কৃষ্ণাকে ১০ কোটিতে নিল রাজস্থান
ঝড়ের গতিতে ১০ কোটি নিয়ে গেলেন লকি ফার্গুসন
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ১ কোটি ৬০ লাখ রুপি পেয়েছিলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার। এবার ভিত্তিমূল্যই দিয়েছিলেন ২ কোটি। তাঁকে পেতে চারটি দল লড়াই করেছে। শেষ পর্যন্ত গুজরাট টাইটানস পেয়েছে তাঁকে।
জশ হ্যাজলউড খেলবেন কোহলির সঙ্গে
৭ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান পেসারকে নিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৭ কোটি ৫০ লাখে মার্ক উড লক্ষ্ণৌতে
অ্যাশেজে গতির ঝড় তোলা মার্ক উডকে নিয়ে নিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দিল্লি ও মুম্বাই চেষ্টা করেছিল ইংলিশ ফাস্ট বোলারকে পাওয়ার। কিন্তু নতুন দলেই যাচ্ছেন উড।
৪ কোটি ২০ লাখে হায়দরাবাদে গেলেন ভুবনেশ্বর কুমার
নিজের আগের দলেই ফিরলেন ভুবনেশ্বর কুমার।
শার্দুল ঠাকুরকে পেতে ১০ কোটি ৭৫ লাখ দিল দিল্লি ক্যাপিটালস
গত মৌসুমে আইপিএলে ২ কোটি ৬০ লাখ রুপি পেয়েছিলেন শার্দুল। এই অলরাউন্ডারকে এবার ধরে রাখেনি চেন্নাই সুপার কিংস। গত বছরে জাতীয় দলে দুর্দান্ত খেলা এই পেসারকে পেতে এবার চারটি দল চেষ্টা করেছে। তাতেই ২ কোটি ভিত্তি মূলের শার্দুল পেয়ে গেলেন ১০ কোটি ৭৫ লাখ।
মোস্তাফিজুর রহমানকে নিল দিল্লি
মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তাঁকে পেতে বিড করেছিল দিল্লি ক্যাপিটালস। অন্য কোনো আগ্রহ না দেখানোয় সে দামেই বাংলাদেশের বাঁহাতি পেসারকে পেয়ে গেছে দিল্লি।
স্পিনারদের নিলাম শুরু
পেসারদের জন্য সবাই ঝাঁপিয়ে পড়লেও স্পিনারদের দিকে আগ্রহ দেখাচ্ছে না কোনো দল। আদিল রশিদ, মুজীব উর রহমান, ইমরান তাহির, অ্যাডাম জাম্পা-কেউই বিক্রি হননি।
২ কোটিতে দিল্লিতে কুলদীপ যাদব
বাঁহাতি রিস্ট স্পিনারকে মাত্র ২ কোটিতেই নিয়ে নিয়েছে দিল্লি।
রাহুল চাহারকে কিনতে পাঁচ দলের লড়াই
৭৫ লাখের ভিত্তি মূল্যের রাহুল চাহারকে পেতে আগ্রহ দেখিয়েছে পাঁচ দল। হায়দরাবাদ, দিল্লি, মুম্বাই ও রাজস্থানের সঙ্গে এ লড়াইয়ে ৫ কোটি ২৫ লাখ দিয়ে জিতেছে পাঞ্জাব কিংস ।
৬ কোটি ৫০ লাখে যুজবেন্দ্র চাহাল রাজস্থানে
রাজস্থান রয়্যালসে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গী হচ্ছেন চাহাল।
২১ গুণ দামে বিক্রি ত্রিপাঠি
নিলামের ভিত্তিমূল্য প্রকাশের পরই সবাই চমকে উঠেছিলেন। রাহুল ত্রিপাঠি নিজের ভিত্তিমূল্য মাত্র ৪০ লাখ দিয়েছেন কেন? গত আইপিএলে ১৭ ম্যাচে ৩৯৭ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ২টি পঞ্চাশ ছিল, রান তুলেছেন ১৪০ স্ট্রাইকরেটে। নিলামে কলকাতা তাঁকে ধরে রাখার চেষ্টা করেছিল, চেন্নাই সুপার কিংসও। তবে শেষ হাসি সানরাইজার্স হায়দরাবাদের। ৮ কোটি ৫০ লাখ রুপিতে নতুন দলে যাচ্ছেন ত্রিপাঠি।
ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আগ্রহ দেখাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো
রিয়ান পরাগকে পেতে ৩ কোটি ৮০ লাখ রুপি দিচ্ছে রাজস্থান রয়্যালস।
২০ লাখ রুপির অভিষেকের প্রাপ্তি সাড়ে ৬ কোটি
নিজেদের অভিষেক শর্মাকে আবার কিনে আনতে সাড়ে ৬ কোটি রুপি ব্যয় করল সানরাইজার্স হায়দরাবাদ
শাহরুখকে এবারও পেলেন প্রীতি
গত আইপিএলে ২০ লাখ রুপির ভিত্তি মূল্যের শাহরুখ খানকে কিন নিয়েছিল পাঞ্জাব কিংস। প্রীতি জিনতার দল সেবার ৫ কোটি ২৫ লাখ রুপি খরচ করেছিল। এবার ভিত্তি মূল্য বেড়ে ৪০ লাখ হয়েছিল, শাহরুখের দামও বেড়ে হয়েছে ৯ কোটি।
মাভির দাম ৭ কোটি ২৫ লাখ
শিভাম মাভি কলকাতাতেই খেলেছেন গতবার। তাঁকে দলে ফেরাতে এবার প্রায় আড়াই গুণ ব্যয় হলো দলটির। গতবার ৩ কোটি রুপি ছিল তাঁর দাম।
রাহুল তেওয়াতিয়াকে নিয়ে চেন্নাই-গুজরাটের টানাটানি
৯ কোটিতে তেওয়াতিয়া গুজরাটের
আরেকজন ৪০ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্রিকেটার ৯ কোটিতে বিক্রি হলেন।
১ কোটি ১০ লাখে কমলেশ নাগরকোটি দিল্লিতে
স্কোয়াড খেলোয়াড় পেতে সবাই খরচ করছে দরাজ হাতে
বাঁহাতি স্পিন অলরাউন্ডার হারপ্রিত ব্রারের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। গতবার পাঞ্জাবে খেলা এই ক্রিকেটারকে দলটি পেতে চাইছিল আবার। বেঙ্গালুরুও বিড করছিল তাঁর জন্য। কিন্তু পাঞ্জাবই পেয়েছে তাঁকে, ৩ কোটি ৮০ লাখে।
৩০ লাখ থেকে ২ কোটি ৪০ লাখে
শাহবাজ আহমেদকে গতবারের মতো এবারও পেতে চাইছিল বেঙ্গালুরু। হায়দরাবাদও যোগ দেয়। কিন্তু ২ কোটি ৪০ লাখে বেঙ্গালুরুই পেয়েছে তাঁকে।
‘বেবি এবি’র দাম ৩ কোটি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছেন ডেভাল্ড ব্রেভিস। ব্যাটিং ধরনের জন্য তাঁকে ‘বেবি এবি’ ডাকা হচ্ছে। তাঁর ব্যাটিং দেখলে যে এবি ডি ভিলিয়ার্সের কথা মনে হতে বাধ্য। এবিকে কখনো নিতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। বেবি এবিকে ৩ কোটি রুপিতে নিয়েছে মুম্বাই। তাঁর ভিত্তিমূল্য ছিল ২০ লাখ।
ভরত পেলেন ২ কোটি
উইকেটকিপার কেএস ভরতকে দিল্লি দিচ্ছে ২ কোটি।
২০ লাখে শুরু, শেষ ৩ কোটি ৪০ লাখ
অনুজ রাওয়াতের ভিত্তি মূল্য ২০ লাখ। তাঁকে পেতে আগ্রহ দেখিয়েছে আগেই উইকেটকিপার কিনেছে এমন দুটি দল। দীনেশ কার্তিককে কেনা রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দ্বিতীয় উইকেটকিপারের জন্য ৩ কোটি ৪০ লাখ খরচ করেছে।
কার্তিক তিয়াগীর জন্য ৪ কোটি ত্যাগ হায়দরাবাদের
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতির ঝড় তুলেছেন তিয়াগী। গত আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলেছেন এই ফাস্ট বোলার। এবার মাত্র ২০ লাখ রুপি ভিত্তি মূল্য ছিল তাঁর। ভারতীয় ফাস্ট বোলারকে দলে টানার জন্য শুরুতে লড়েছে দিল্লি ও চেন্নাই। একটু পর যোগ দিয়েছে হায়দরাবাদও। ৪ কোটি রুপি দিয়ে জিতেছে তারাই।
২০ লাখের আবেশ ১০ কোটি
গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২৪ উইকেট পেয়েছিলেন আবেশ খান। তবু এই আইপিএলে নিজের ভিত্তিমূল্য মাত্র ২০ লাখ রেখেছিলেন এই পেসার। তাঁকে পেতে ঝাঁপিয়ে পড়েছিল চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। একটু পরই মুম্বাই ইন্ডিয়ানসও আগ্রহ দেখায়। তবে ৮ কোটি ছাড়িয়ে যাওয়ার পর সরে দাঁড়ায় মুম্বাই। দৌড়ে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তবে জিদে জিতেছে লক্ষ্ণৌ।
গত আইপিএলেও মাত্র ৭০ লাখ রুপি পেয়েছিলেন আবেশ।
আফগান নুরের দাম ৩০ লাখ
১৭ বছর পূর্ণ হওয়ার আগেই বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগ খেলেছেন আফগানিস্তানের বাঁহাতি লেগ স্পিনার নুর। এবার আইপিএলেও খেলবেন। গত মাসে ১৭ পূর্ণ করা নুরকে নিয়েছে গুজরাট টাইটানস।
কিশোরের জন্য লড়াই
২০ লাখ ভিত্তিমূল্য আর সাই কিশোরের। কিন্তু এই লেগ স্পিনার তার রাজ্য দলের হয়ে দারুণ ফর্মে আছেন। তাই তাঁকে পেতে রীতিমতো লড়াই হলো। ৬ দলের লড়াই শেষে গুজরাট তাঁকে পেল ৩ কোটিতে।
সন্দীপ লামিচানেকে দিয়ে শেষ প্রথম দিনের নিলাম
নেপালের লেগ স্পিনার লামিচানে ছিলেন আজ নিলামে ওঠা শেষ ক্রিকেটার। ৪০ লাখ ভিত্তি মূল্যের এই লেগ স্পিনারকে অবশ্য কোনো দল নেয়নি। আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে ১২ টায় শুরু হবে দ্বিতীয় দিনের নিলাম।