‘কড়া নেড়ে নয়, ভারতীয় দলে ঢুকতে হবে দরজা ভেঙেই’

ভারতের কোচ রাহুল দ্রাবিড়ফাইল ছবি: এএফপি

ভারতের হেড কোচ হওয়ার পর নতুন এক মন্ত্র ছড়িয়ে দিতে চাচ্ছেন রাহুল দ্রাবিড়। সেই মন্ত্রে গোটা দলের সামনে তাঁর উদাহরণ দিনেশ কার্তিক।

এবারের আইপিএলে কার্তিক যেভাবে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন, ঠিক সে ধরনের পারফরম্যান্সই চান রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন

রাহুল দ্রাবিড় ভারতীয় দলে ঢুকতে কেবল কড়া নাড়া নয়, দরজাটা ভেঙেই ফেলতে বলছেন। দিনেশ কার্তিক যেমন আইপিএল পারফরম্যান্সের মাধ্যমে দরজায় বড়সড় ধাক্কা দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে দারুণ এক অর্ধশতক করেছেন; রাহুল চান ঠিক সেভাবেই অন্য ক্রিকেটাররা নিজেদের অপরিহার্যতা প্রমাণ করুক।

কাল বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচটি বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে রাহুল সবাইকে জানান, ‘আমি দলের ক্রিকেটারদের বলেছি, কেবল দরজায় কড়া নাড়লেই হবে না। দরজা ভেঙে ঢুকতে হবে। দিনেশ কার্তিক যেমন, রাজকোটে সে দারুণ এক অর্ধশতক করেছে। নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছে দিনেশ।’

ভারতের ক্রিকেটার দিনেশ কার্তিক
ফাইল ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলেছেন দিনেশ কার্তিক। টি–টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের ১৬ বছর পরে এই সিরিজেই প্রথম অর্ধশত রান করেন। ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় দেখা হচ্ছে তাঁকে।

আরও পড়ুন

আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও একই ভূমিকা ছিল তাঁর। কার্তিকে মুগ্ধ হয়ে দ্রাবিড় বলেছেন, ‘দিনেশের বিশেষ দক্ষতার জন্য তাকে দলে নেওয়া হয়েছে। দুই–তিন বছর ধরেই সে ধারাবাহিক। দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে চায়। সে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগছে।’

আরও পড়ুন

কেবল দিনেশ কার্তিক নন, হার্দিক পান্ডিয়াকেও একই ভূমিকায় দেখছেন রাহুল, ‘আমি টি–টোয়েন্টি ম্যাচের শেষ পাঁচ ওভারে দারুণ কিছু দেখতে চাই। এমন কিছু হলেই প্রত্যাশামতো একটা সংগ্রহ ওঠে স্কোরবোর্ডে। কার্তিক আর পান্ডিয়া, দুজনেই এই কাজটা দলের জন্য করছে।’