মোহাম্মদ হাফিজ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভসহ পুরো স্কোয়াড নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তান। সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপের সব কটি ম্যাচেই অপরিবর্তিত একাদশ খেলালেও সেটিতে পরিবর্তন আসছে এবার।

বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য ম্যাচের আগের দিনই ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। হাফিজ তো সফরেই নেই, বিশ্বকাপের মুখস্থ একাদশের মধ্য থেকে থাকছেন না আসিফ আলী ও ইমাদ ওয়াসিম। দলে নেওয়া হয়েছে হায়দার আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে।

কাল থাকবেন না ইমাদ
ছবি: বিসিবি

দলের এসব পরিবর্তন নিয়ে আজ অনলাইন সংবাদ সম্মেলনে বাবর আজম বলেছেন, ‘আমরা বেঞ্চের শক্তিমত্তা দেখতে চাই। এ কারণেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের দলে চারটি পরিবর্তন এনেছি।’ আইসিইউ থেকে ফিরে সেমিফাইনালে খেলা মোহাম্মদ রিজওয়ান অবশ্য আছেন ১২ জনের দলে। থাকছেন শোয়েব মালিকও।

সুপার টুয়েলভে অপরাজিত থেকে সেমিফাইনালে গিয়ে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। তবে সব মিলিয়ে বিশ্বকাপটা ভালোই গেছে তাদের। এ সিরিজেও সে ছন্দই টেনে আনতে চান বাবর, ‘ছন্দে থাকা সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বকাপের ছন্দ বয়ে নিতে চাই।’

কাল নতুন কিছু মুখকে সুযোগ দেবে পাকিস্তান
ছবি: বিসিবি

ঘরের মাঠে সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে ফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড—দুই দলকেই হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশকে তাই ‘হালকাভাবে’ নিচ্ছেন না বাবর, ‘ঘরের মাঠে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ নয়। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা নিজেদের সামর্থ্যটা দেখিয়েছে।’

আগামীকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর একই ভেন্যুতে। এ সিরিজ দিয়েই করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথমবারের মতো দর্শক ফিরছে বাংলাদেশের মাঠে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।