সাজিদের সঙ্গে বাবর-রিজওয়ানের এই উদ্‌যাপনের কী রহস্য

মুলতানে পাকিস্তানের জয়ের পর সাজিদ খানের (মাঝে) মতো উদ্‌যাপন করেন রিজওয়ান (বাঁয়ে) ও বাবরএএফপি

মুলতান টেস্টের সংবাদ সম্মেলনে নিজের ইচ্ছাটা জানিয়েছিলেন সাজিদ খান। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে তাঁর সঙ্গে উদ্‌যাপন করতে হবে। কী উদ্‌যাপন? উইকেট নিয়ে অফ স্পিনার যেভাবে উদ্‌যাপন করেন—ডান পা তুলে ঊরুতে ডান হাত রেখে বাঁ হাত তুলে তর্জনি উঁচিয়ে ধরা। মুলতানে পাকিস্তানের ১২৭ রানের জয়ে দুই ইনিংসে মোট ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা সাজিদের ইচ্ছা পূরণ হয়েছে।

আরও পড়ুন

মুলতানে পাকিস্তানের জয়ের পর মাঠেই সাজিদের ইচ্ছা পূরণ করেন রিজওয়ান ও বাবর। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া সাজিদকে মাঝে রেখে উদ্‌যাপন করেন দুই তারকা। বাবর ও রিজওয়ান সাজিদকে দেখে উদ্‌যাপন করলেও রিজওয়ান ভুল করে ফেলেন। ডান পায়ের বদলে বাঁ পা তুলে ডান পায়ে ডান হাত রেখে বাঁ হাত উঁচিয়ে ধরেন রিজওয়ান। ব্যাপারটি লক্ষ করে উদ্‌যাপন শেষে হাসিতে ফেটে পড়ে রিজওয়ানকে জড়িয়ে ধরেন সাজিদ।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন সাজিদ
এএফপি

এর আগে সংবাদ সম্মেলনে সাজিদ বলেছিলেন, ‘সবাই আমার উদ্‌যাপন অনুকরণ করে, সেটা দর্শকদের মাঝে খুদেরা থেকে ড্রেসিংরুমে কামরান গুলামও। আমার ইচ্ছা হলো পরের ইনিংসে ৫ উইকেট পেলে বাবর ও রিজওয়ানকে দিয়েও একইভাবে উদ্‌যাপন করানো।’

মুলতানে পাকিস্তানের তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেটের দেখা পান ৩১ বছর বয়সী সাজিদ। ১১ টেস্টে ৫৩ উইকেট হলো তাঁর। ৯ টেস্টে ৫০তম উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে লেগ স্পিনার ইয়াসির শাহ। ওয়াকার ইউনিস, শাব্বির আহমেদ, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আব্বাস ১০ টেস্টে ৫০তম উইকেট পেয়েছেন।

আরও পড়ুন

সাজিদের উদ্‌যাপন বেশ আলোচিত। গত বছর অক্টোবরে মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এমন উদ্‌যাপনের কারণ ব্যাখ্যা করেছিলেন সাজিদ, ‘আমার উদ্‌যাপনের পেছনের গল্প হলো, যখনই ক্রিকেট খেলেছি, পারফর্ম করেছি এবং বাদ পড়েছি। স্কুল ক্রিকেট থেকে সব জায়গায়, অনূর্ধ্ব–১৩ ও অনূর্ধ্ব–১৬ এবং পেশোয়ারে...এগুলো আমাকে প্রেরণা দিয়েছে এবং এভাবে উদ্‌যাপন শুরু করি।’

তবে সাজিদের এই উদ্‌যাপনকে কেউ কেউ ‘নকল’ও বলেছেন। ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানের উদ্‌যাপন অনেকটা একই রকম। কিন্তু সংবাদমাধ্যমকে সাজিদ বলেছিলেন, ‘সবারই নিজস্ব ধরন আছে এবং লোকে বলে আমি শিখর ধাওয়ানের উদ্‌যাপন অনুকরণ করি। আমি এমন উদ্‌যাপন স্কুল ক্রিকেট থেকে করে আসছি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই উদ্‌যাপনের জন্য দুবার জরিমানাও দিতে হয়েছে।’

আরও পড়ুন