টি-টোয়েন্টির ইতিহাস গড়লেন থাইল্যান্ডের স্পিনার

থাইল্যান্ডের অফ স্পিনার নাত্তায়া বুচাথাম ইতিহাস গড়েছেনএশিয়ান ক্রিকেট কাউন্সিল

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ১০ জন বোলারের ১০০ উইকেট ছিল। তবে এ তালিকায় ১১তম হয়েও নাত্তায়া বুচাথাম একটা জায়গায় ইতিহাস গড়লেন। আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের প্রথম কোনো বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিলেন থাইল্যান্ডের অফ স্পিনার। পুরুষদের ক্রিকেটেও এ কীর্তি কারও নেই।

আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে কুয়েতের বিপক্ষে ম্যাচে ৩ রানে ৩ উইকেটের ফিগার নিয়ে এ মাইলফলকে গেছেন বুচাথাম।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট


এমনিতে এ টুর্নামেন্ট দুর্দান্ত কাটছে তাঁর। সর্বশেষ ৩ ম্যাচে বুচাথামের বোলিং ফিগার এমন—৫ রানে ৫ উইকেট, ২ রানে ২ উইকেট, ৩ রানে ৩ উইকেট।

মেয়েদের টি-টোয়েন্টিতে বুচাথামের রেকর্ডও দুর্দান্ত। ৭২তম ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর চেয়ে দ্রুততম সময়ে এ মাইলফলক আছে আর একজনের—ইংল্যান্ডের সোফি একলস্টোনের লেগেছিল ৭১ ইনিংস।

আরও পড়ুন

তবে গড় ও ইকোনমি রেটে সবার চেয়ে এগিয়ে ৩৬ বছর বয়সী থাই বোলার। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কজনের ১০০ উইকেট আছে, একমাত্র তাঁরই গড় ১০-এর নিচে। ১০১ উইকেট তিনি নিয়েছেন ৯.৯৬ গড়ে।

এখন পর্যন্ত ক্যারিয়ারে ওভারপ্রতি মাত্র ৪.১ রান খরচ করেছেন বুচাথাম। যাঁদের কমপক্ষে ১০০ উইকেট আছে, তাঁদের মধ্যে এটিই সেরা। বুচাথামের পরে দুইয়ে আছেন পাকিস্তানের নিদা দার, তাঁর ইকোনমি রেট ৫.৫২।

আইসিসির সহযোগী সদস্যদেশগুলোর মধ্যে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নেপালের সন্দিপ লামিচানের। এ লেগ স্পিনার এখন পর্যন্ত ৪৪ ম্যাচে নিয়েছেন ৮৫টি উইকেট। সব মিলিয়ে এখন সর্বোচ্চ উইকেট নিউজিল্যান্ডের টিম সাউদির (১৪৪)। দুইয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান (১৪০)।

আরও পড়ুন