জাদেজা কি সত্যিই পিচ নষ্ট করতে চেয়েছিলেন

ওকসের দাবি, জাদেজা বারবার পিচের বিপজ্জনক (ডেঞ্জার) এলাকায় পা রাখছেন এবং এতে করে সেখানে দাগ তৈরি হচ্ছে।

জাদেজার বিপক্ষে অভিযোগ করেন ওকসএএফপি

ব্যাট হাতে রান করেছেন। বল হাতেও তো উইকেট নিতে হবে। ভারতীয় দলের রবীন্দ্র জাদেজার কাজই তো ব্যাটে–বলে সমানতালে পারফর্ম করা। আর এটা ভালোভাবে করতে গিয়েই কি কাল পিচ নষ্ট করতে চেয়েছেন জাদেজা? ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের সন্দেহ কিন্তু এমনটাই। যদিও মাঠে ও মাঠের বাইরে এমন অভিযোগ অস্বীকার করেছেন জাদেজা।

আসল ঘটনা কী?
এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ক্রিস ওকস অনফিল্ড আম্পায়ারদের কাছে জাদেজার বিরুদ্ধে একটি অভিযোগ তোলেন।

ওকসের দাবি, জাদেজা বারবার পিচের বিপজ্জনক (ডেঞ্জার) এলাকায় পা রাখছেন এবং এতে করে সেখানে দাগ তৈরি হচ্ছে। ইংল্যান্ডের আশঙ্কা, জাদেজা ইচ্ছাকৃতভাবেই এমন করছেন (যাতে পরে বোলিং করতে গিয়ে সুবিধা নিতে পারেন)। ওকস আম্পায়ারকে বললেও ইংল্যান্ড অধিনায়ক স্টোকস সরাসরি জাদেজাকেই পিচ দেখিয়ে বলতে থাকেন, ‘দেখো তো তুমি কী করেছ, বন্ধু!’

সম্প্রচার ক্যামেরার ফুটেজে দেখা যায়, স্টোকসের কথার জবাব দিয়েছেন জাদেজা। তিনি বলেন, ‘আমি তো এ প্রান্ত থেকেই আসছিলাম। আমি তো ওদিকে বলই করব না। তাহলে ইচ্ছা করে (পিচ নষ্ট) করব কেন? আমার মনোযোগ এখন ব্যাটিংয়ে।’

আরও পড়ুন

দিনের খেলা শেষেও সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠে আসে। সেখানে বিষয়টি সম্পর্কে জাদেজা বলেন, ‘স্টোকস মনে করছিল আমি নিজেই উইকেট খারাপ করছি। কিন্তু আসলে ওরাই তো পেসার দিয়ে সেটা আরও খারাপ করছিল। আমার সেটা করার দরকারই ছিল না। ও বারবার আম্পায়ারকে বলছিল যে আমি উইকেটের ওপর দৌড়াচ্ছি। কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, আমি দু-একবার এদিক-ওদিক দৌড়েছি, আর এটাই ওর মাথায় গেঁথে গেছে।’

কাল জাদেজা করেছেন ৮৯ রান। শুবমান গিলের সঙ্গে তাঁর ২০৩ রানের জুটি ভারতকে ৫৮৭ রানের বড় সংগ্রহে ভূমিকা রেখেছে। আর ইংল্যান্ড ৩ উইকেটে ৭৭ রান তুলে দিন শেষ করেছে।

আরও পড়ুন