দ্বিতীয় ওয়ানডের আগে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশ কোচ

কলম্বোয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্সএএফপি

বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত। বুধবার ছিল সিরিজের প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে আগামীকাল শনিবার। তবে এমন সময়ে প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছেন না মেহেদী হাসান মিরাজরা। তিনি দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যবস্থাপক নাফিস ইকবাল খবরটি নিশ্চিত করে বলেছেন, ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স।

সিমন্সের যুক্তরাজ্যে যাওয়ার বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল বলে জানিয়েছেন নাফিস। যুক্তরাজ্যে গত ফেব্রুয়ারিতেই চিকিৎসককে দেখানোর কথা তাঁর। তবে ওই সময় বাংলাদেশ দলের হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় যেতে পারেননি। সিমন্স এবারও পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন জানিয়ে নাফিস বলেন, ‘এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই পরিবর্তন করা সম্ভব ছিল না। সফরের আগেই তিনি বোর্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন।’

সিমন্সের শ্রীলঙ্কায় ফেরার কথা সোমবার। তার আগে কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডে হয়ে যাবে আগামীকাল। প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে।
ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

আরও পড়ুন