হিথ স্ট্রিকের মৃত্যু সংবাদটি সঠিক না হওয়ায় প্রত্যাহার করে নেওয়া হলো

১৯৯৯ বিশ্বকাপে সতীর্থ ছিলেন হিথ স্ট্রিক ও হেনরি ওলোঙ্গাছবি: টুইটার

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মারা গেছেন বলে যে খবরটি প্রকাশিত হয়েছিল, পরবর্তী সময়ে তা সঠিক নয় বলে জানা গেছে। জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গার টুইটের সূত্রে সংবাদটি করা হয়েছিল। যা প্রথম আলোর পাশাপাশি রয়টার্স, গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রকাশ করেছিল। স্ট্রিকের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকে।

তবে কয়েক ঘণ্টা পর ওলোঙ্গাই মৃত্যুর সংবাদটি সঠিক নয় বলে আরেকটি টুইট করেন। এ বিষয়ে স্ট্রিক নিজেই ‘আমি ভালো আছি’ বলে নিশ্চিত করার পর প্রথম আলো খবরটি প্রত্যাহার করে নিয়েছে।