আজই অভিষেক হতে পারে তানজিদের

তানজিদ হাসানছবি: প্রথম আলো

জ্বরে আক্রান্ত লিটন দাস ছিটকে পড়েছেন এশিয়া কাপের দল থেকে। তাঁর পরিবর্তে গতকাল রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এনামুল হক বিজয়ের। তবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সে ক্ষেত্রে মোহাম্মদ নাঈমের সঙ্গে ক্যান্ডিতে আজ অভিষেক হয়ে যেতে পারে আরেক তরুণ বাঁহাতি ওপেনার তানজিদ হাসানের।

আরও পড়ুন

এমনিতে ওপেনিংয়ে একজন ডানহাতি ও একজন বাঁহাতি ব্যাটসম্যানই পছন্দ বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। কিন্তু লিটন না আসায় এ মুহূর্তে দলের সঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যান যাঁরা আছেন, সবাই বাঁহাতি। অভিজ্ঞতা বিবেচনায় নাঈমের সঙ্গে নাজমুল হোসেনকে দিয়ে ওপেন করানোর একটা চিন্তার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতা তানজিদের অভিষেকের সম্ভাবনাই তাই বেশি।

বাংলাদেশ দলের অনুশীলনে তানজিদ
ছবি: বিসিবি

১৭ জনের দলে লিটনের বিকল্প হতে পারতেন জাকির হাসান। এশিয়া কাপ খেলতে আসা জাতীয় দলের ক্রিকেটারদের বাইরেও নির্বাচকেরা আরও যে কয়জন ক্রিকেটারকে ঢাকায় অনুশীলনের মধ্যে রেখেছেন, সেখানে তিনিই ছিলেন ওপেনার হিসেবে দলে আসার মতো। তবে এনামুলকে নেওয়া হয়েছে তিনি ডানহাতি বলেই।

আরও পড়ুন

সঙ্গে আরেকটা কারণও আছে। পাল্লেকেলে স্টেডিয়ামে গতকাল অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘আমাদের আরেকজন বাড়তি উইকেটকিপার নেই, এটা একটা ব্যাপার। লিটন টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে। যদি খেলার মধ্যে মুশফিক ভাইয়ের কোনো সমস্যা হয়, কনকাশন বা ছোটখাটো চোটে পড়তে পারেন, দেখা গেল সেদিন তিনি কিপিং করতে পারছেন না। যেহেতু নিয়ম আছে, দ্বিতীয় উইকেটকিপার ম্যাচে না খেললেও কিপিং করতে পারবে। সে জন্যই বিজয়কে নেওয়া।’

অভিষিক্ত হলে প্রত্যাশার প্রতিদান দিতে পারবেন তো তানজিদ
ছবি: টুইটার থেকে

পরিবর্তিত পরিস্থিতিতে নিজের ব্যাটিং অর্ডার বদল নিয়ে কিছু না জানালেও বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘ব্যাকআপ যারা আছে বা নতুন যে আসবে, তাদের জন্য ভালো করার সুযোগ থাকবে।’

আরও পড়ুন