আবার প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন, দিতে হবে পরীক্ষাও

আবারও বোলিং অ্যাকশন নিয়ে ঝামেলায় পড়েছেন আলিস আল ইসলামশামসুল হক

সাত ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। ইকোনমিও দারুণ—৬.৭০। দারুণ ছন্দে থাকা সেই আলিস ইসলামকে ছাড়াই সোমবার বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে নেমে প্রশ্নের জন্ম দেয় চিটাগং কিংস। চোট না অন্য কারণ, প্রশ্নের উত্তরের জানা গেল আগের ম্যাচে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই চিটাগং এই স্পিনারকে সেদিন একাদশে রাখেনি। আজ অবশ্য আলিসকে নিয়েই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছে দলটি।

আগেও একবার প্রশ্নবিদ্ধ হয়েছিল আলিসের। ২০১৯ সালে বিপিএলে অভিষেকেই ওঠে সেই প্রশ্ন। পরে অ্যাকশন শুধরে পরীক্ষায় পাস করেই আবার ঘরোয়া ক্রিকেটে ফেরেন আলিস। সেই আলিসকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিত হবে এবারও। আগামী শনিবার ঢাকায় ফিরে দেবেন সেই পরীক্ষা। তার আগে খেলতে বাধা না থাকাতেই আজ আবার দলে ফিরেছেন আলিস।

এবারের বিপিএলে প্রথম ৭ ম্যাচে ১১ উইকেট পেয়েছেন আলিস আল ইসলাম
প্রথম আলো

১৯ জানুয়ারি বরিশাল-চট্টগ্রাম ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ মনে হয়ে আম্পায়ারদের। চিটাগং কিংসের পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও আজকের ম্যাচ শুরুর আগে টি স্পোর্টসে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার জানান, আলিসের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান পরে এই খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন