আফগান ক্রিকেট বোর্ডকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন উসমান গনি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ হয়নি উসমান গনিরফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পাননি। সেই ক্ষোভ থেকেই কিনা আফগানিস্তানের ওপেনার উসমান গনি বড় একটা সিদ্ধান্তই নিয়ে ফেললেন। অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে গেছেন তিনি। একই সঙ্গে এক টুইটে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নেতৃত্বকে অভিযুক্ত করেছেন ‘দুর্নীতিগ্রস্ত’ বলে।

আগামীকাল চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের পর হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানিস্তানের জন্য এই সিরিজ বেশ পরীক্ষারই।

গত মার্চে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান। উসমান গনি সেই দলে ছিলেন। ওয়ানডে অবশ্য সর্বশেষ খেলেছেন ২০২২ সালের জানুয়ারিতে। মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে সম্প্রতি আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। আফগানিস্তানের ওয়ানডে কাপে তিনি হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে পাঁচ ম্যাচে ৪৭ গড়ে করেছেন ১৮৮ রান।

২০২২ সালের পর ওয়ানডে দলে সুযোগ পাচ্ছিলেন না উসমান
ফাইল ছবি

টুইটারে ক্রিকেট থেকে নিজের সরে যাওয়ার ঘোষণা দিয়ে উসমান গনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনা করে আমি ক্রিকেট থেকে একটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণেই আমি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তবে আমি আমার পরিশ্রম ও অনুশীলন চালিয়ে যাব। অপেক্ষায় থাকব সৎ ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির।’

গত মাসে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে হেরেছে ৫৪৬ রানের বিরাট ব্যবধানে। এরপর বেশ কিছু দিনের বিরতি দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। গত ১৮ জুন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করে আফগানিস্তান। ১৯ সদস্যের স্কোয়াডে আছেন তারকা লেগ স্পিনার রশিদ খান ও মোহাম্মদ নবী। টেস্টে রশিদ খানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পিঠের চোটের কারণে জুনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রশিদ খান। তৃতীয় ওয়ানডেতে খেললেও ৪ ওভারে ২১ রানে ছিলেন উইকেটশূন্য।

আরও পড়ুন
আফগানিস্তানের টি–টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ শেহজাদ
ফাইল ছবি

চট্টগ্রামে আগামীকাল প্রথম ওয়ানডের পর ৮ ও ১১ জুলাই চট্টগ্রামেই হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান দল। টি-টোয়েন্টি স্কোয়াডে অনেক দিন পর ফিরেছেন মোহাম্মদ শেহজাদ।

আরও পড়ুন

ওয়ানডে সিরিজে আফগানিস্তান স্কোয়াড

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাঈদ আহমেদ।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাজ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নজিবউল্লাহ জাদরান, সাদিক অতল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকি, নাভিন–উল–হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নূর আহমেদ, মুজিব উর রেহমান