হারিস রউফ ফিরলেন কেন্দ্রীয় চুক্তিতে, পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে রাজ্জাক, ইউসুফ

আবারও পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে হারিস রউফইনস্টাগ্রাম/হারিস রউফ

বাদ দেওয়ার ছয় সপ্তাহ পরই হারিস রউফকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। একই সময় পাকিস্তান দলের জন্য সাত সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেন তিনি।

কমিটিতে এত দিন প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা ওয়াহাব রিয়াজের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। তাঁদের সঙ্গে যুক্ত হবেন দলের কোচ, অধিনায়ক ও টিম অ্যানালিস্ট হাসান চিমা। নাকভি বলেন, এই সাতজনের কেউই প্রধান নন। দল নির্বাচনে প্রত্যেকের ক্ষমতা সমান।

টেস্ট খেলতে রাজি না হওয়ায় হারিস রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিলের ঘোষণা দেওয়া হয় গত ১৫ ফেব্রুয়ারি। সে সময় সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান টেস্ট দলে যুক্ত হতে চাননি রউফ। এ বিষয়ে তদন্তের পর ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট না খেলে একই সময়ে বিগ ব্যাশ খেলায় তখনকার প্রধান নির্বাচক ওয়াহাব রউফের ওপর প্রকাশ্যে বিরক্তিও প্রকাশ করেন।

আজ লাহোরে পিসিবি চেয়ারম্যান নাকভি বলেন, ‘আমরা হারিস রউফের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। সেটা ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সে চিঠিতে বলেছে, ভুল–বোঝাবুঝি হয়েছিল এবং ভুল সিদ্ধান্ত নিয়েছিল। আমরা একে চুক্তিতে ফিরিয়েছি।’

আরও পড়ুন

পিএসএলে চার ম্যাচ খেলার পর চোটে পড়ে আপাতত মাঠের বাইরে আছেন রউফ। ডানহাতি এ পেসারকে পাকিস্তানের তারকা খেলোয়াড় উল্লেখ করে নাকভি যোগ করেন, ‘আবারও চোটে পড়ায় ওকে নিয়ে আমি দুশ্চিন্তায় পড়েছিলাম। ওর চোটের বিষয়টা কে দেখভাল করবে, এ নিয়ে অস্পষ্টতা ছিল। সে আমাদের তারকা খেলোয়াড়। এখন বিমার আওতায় তার চিকিৎসা চলবে।’

সাবেক চার টেস্ট ক্রিকেটারকে নির্বাচক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি
পিসিবি মিডিয়া

রউফের চুক্তি বহালের পাশাপাশি নতুন নির্বাচক কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন নাকভি। ওয়াহাব, রাজ্জাক, ইউসুফকে পাশে বসিয়ে প্রত্যেকের ক্ষমতা সমান উল্লেখ করে পিসিবি প্রধান বলেন, ‘আগের কমিটির সঙ্গে এই কমিটির পার্থক্য হচ্ছে, এখানে কেউ চেয়ারম্যান নয়। সবার ক্ষমতা সমান। চারপাশে চলা বিতর্ক ও যুক্তির নিরিখে একটি সন্তোষজনক সমাপ্তি টেনে সিদ্ধান্ত নেবে তারা। আমরা এই কমিটির প্রত্যেক সদস্যের মেধার বিষয়টি মাথায় রেখেছি। আমরা আত্মবিশ্বাসী যে সঠিক ব্যক্তিকেই নেওয়া হয়েছে। খেলোয়াড় নির্বাচনে চেয়ারম্যানের নিজস্ব কোনো মতামত থাকা উচিত নয়। আমরা যারা ম্যানেজমেন্টে আছি, তাদের কাজ দল ব্যবস্থাপনা করা। আশা করি, এই নতুন সদস্যরা ইতিবাচক ফল দেবে।’

আরও পড়ুন

পাকিস্তান দলের জন্য নির্বাচক ও অধিনায়ক ঠিকঠাক থাকলেও (যদিও ওয়ানডেতে এই মুহূর্তে কেউ নেই) এখন পর্যন্ত কোচ হিসেবে কেউ নেই। গত মাসে মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টর কাম কোচের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর থেকে জায়গাটি খালি।

সম্প্রতি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসনকে কোচ করতে রেকর্ড বেতন দিতে চাইলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। কোচ নিয়োগের প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে নাকভি জানান, একটি প্যানেল প্রস্তুত করা হচ্ছে, যা চূড়ান্ত পর্যায়ে আছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দেশি ও বিদেশি মিলিয়ে কোচিং স্টাফ চূড়ান্তের কথা বলেন তিনি।

আরও পড়ুন