বাংলাদেশকে ‘ভুগিয়ে যাওয়া’ কামিন্দুই আইসিসির মাসসেরা

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন কামিন্দু মেন্ডিসশামসুল হক

সিলেটের পর চট্টগ্রাম—দুই টেস্টেই বাংলাদেশকে রীতিমতো ‘যন্ত্রণা’ই দিয়েছিলেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা হওয়া শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান এবার পেয়েছেন আইসিসির স্বীকৃতি। মার্চ মাসের আইসিসি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। এ ছাড়া মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই।

আজ আইসিসির ওয়েবসাইটে তাঁদের নাম ঘোষণা করা হয়।

ছেলেদের ক্রিকেটে মাসসেরার মনোনয়নে কামিন্দুর সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইর। তবে শ্রীলঙ্কার ২৫ বছর বয়সী ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে যেমন খেলেছিলেন, তাতে পেছনে পড়ে গেছেন তাঁরা। মার্চ মাসের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। সেখানে খুব একটা রান পাননি (১৯, ৩৭ ও ১২)। তবে ২২ মার্চ শুরু টেস্ট সিরিজ করে তোলেন স্মরণীয়।

সিলেটে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের ৫৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর কামিন্দু খেলেন ১০২ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা আবার বিপদে পড়ে ১২৬ রানে ৬ উইকেট হারিয়ে, এবার কামিন্দুর ব্যাট থেকে থেকে আসে ১৬৪ রানের ইনিংস। এর মাধ্যমে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত বা এর পরে ব্যাটিংয়ে নেমে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়েন কামিন্দু। পরে ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ৯২ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি।

আরও পড়ুন

মেয়েদের ক্রিকেটে ইংল্যান্ডের বুশিয়েই সেরা হয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সে। ২৫ বছর বয়সী এই ব্যাটার ৫ টি-টোয়েন্টিতে ৫৫.৭৫ গড়ে করেছেন ২২৩ রান। ইংল্যান্ডও কিউইদের মাটিতে সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। সেরার মনোনয়নে বুশিয়েইয়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন ফেব্রুয়ারির সেরা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও চারবারের মাসসেরা অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার।

আরও পড়ুন