বুমরার কাছে মা আগে, পাকিস্তান ম্যাচ পরে

মা দলজিৎ বুমরার সঙ্গে যশপ্রীত বুমরাছবি : ফেসবুক

মাত্র ৫ বছর বয়সে বাবা যশবীর সিংকে হারিয়েছেন যশপ্রীত বুমরা। এর পর থেকে মা দলজিৎ বুমরা হয়ে ওঠেন তাঁর সবকিছু। স্কুলশিক্ষিকা মা দলজিতের কারণেই বুমরা আজ এত দূর আসতে পেরেছেন। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মর্যাদার ম্যাচের চেয়েও ভারতীয় পেসারের কাছে তাই মা-ই আগে।

শনিবার বুমরার জন্মশহর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার এ স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু। ঘরের মাঠে এত সমর্থকের সামনে খেলতে মুখিয়ে আছেন বুমরা। তবে তাঁর কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ মায়ের সঙ্গে দেখা করতে পারা।

পিঠের চোট কাটিয়ে প্রায় ১১ মাস পর ভারতীয় দলে ফেরার পর থেকেই মায়ের কাছ থেকে দূরে আছেন বুমরা। সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে নেপালের বিপক্ষে ম্যাচ না খেলে দেশে ফিরেছিলেন ঠিকই; তবে তখন গিয়েছিলেন মুম্বাইয়ে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে খেলেননি। সে সময়ও তিনি স্ত্রী আর সদ্যোজাত পুত্রসন্তানের সঙ্গে মুম্বাইয়েই ছিলেন। সব মিলিয়ে অনেক দিন হলো মায়ের সঙ্গে দেখা হয়নি বুমরার। তবে পাকিস্তানের বিপক্ষে খেলতে ঘরের ছেলে ঘরে ফেরায় অবশেষে মায়ের সঙ্গে দেখা হতে চলেছে বুমরার।

অনেক দিন পর বাড়ি ফিরতে পারছেন, এটা ভেবে রোমাঞ্চিত বুমরা
ছবি : আইসিসি

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানকেও হারিয়েছে ভারত। স্বাগতিকেরা উঠে এসেছে পয়েন্ট তালিকার দুইয়ে। আফগানদের বিপক্ষে বুমরা কাল ৩৯ রানে নিয়েছেন ৪ উইকেট। জন্মশহর আহমেদাবাদে পরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে কতটা রোমাঞ্চিত—এ ব্যাপারে জানতে চাওয়া হলে ২৯ বছর বয়সী বুমরা বলেন, ‘বেশ কিছুদিন হলো আমি দূরে আছি। বাড়ি ফিরে মাকে দেখতে পারব, এটা ভেবে খুব ভালো লাগছে। মায়ের সঙ্গে দেখা করাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

বুমরা ভারতের প্রতিনিধিত্ব করছেন প্রায় ৮ বছর হলো। এ সময়ে ভারতীয় দল আহমেদাবাদে খেলেছে ১২ ম্যাচ। অথচ ঘরের মাঠে দেশের জার্সিতে বুমরার খেলার ‘সৌভাগ্য’ হয়েছে মাত্র একবার, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে। এরপর কখনো চোট আবার কখনো বিশ্রামে থাকার কারণে আহমেদাবাদে খেলা হয়নি।

প্রায় পৌনে ৩ বছর পর সুযোগটা আসায় রোমাঞ্চিত তিনি, ‘সেখানে (আহমেদাবাদে) আমি একটি টেস্ট ম্যাচ খেলেছি; তবে কখনো ওয়ানডে খেলিনি। আমি নিশ্চিত (পাকিস্তান ম্যাচে) মাঠের পরিবেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। অনেক দর্শক আসবে। এটা দেখতে অসাধারণ লাগবে। আশা করি আমি নিজের সেরাটা দিতে পারব।’

বুমরার ‘টেম্পল পয়েন্ট’ উদ্‌যাপন
ছবি : টুইটার

কাল আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে আউট করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের উদ্‌যাপন অনুকরণ করেছেন বুমরা। দুই চোখ বন্ধ করে কপালে আঙুল (তর্জনী) রাখা এ উদ্‌যাপনের নাম ‘টেম্পল পয়েন্ট’।

আরও পড়ুন

ইউনাইটেডের বড় ভক্ত বলেই ক্লাবটির অন্যতম শীর্ষ তারকা রাশফোর্ডের উদ্‌যাপন ‘নকল’ করেছেন কি না, এমন প্রশ্নে বুমরা বলেছেন, ‘সে রকম কিছু নয়। আসলে (রাশফোর্ডের) উদ্‌যাপনটা আমার ভালো লেগেছিল। তাই আমিও করেছি।’