স্টোকসের কীর্তির দিনে গিল-রাহুলে উদ্ধার ভারত

দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখান থেকেই ১৭৪ রানের জুটি শুবমান গিল ও লোকেশ রাহুলের।

তৃতীয় উইকেটে ১৭৪ রানের জুটি গড়ে চতুর্থ দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন লোকেশ রাহুল (বাঁয়ে) ও শুবমান গিলএএফপি

প্রথম ইনিংসে ৩৫৮ রান, তবু ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় ইনিংস শুরুর আগে ৩১১ রানে পিছিয়ে ভারত। ইনিংস হারের চোখরাঙানি নিয়ে ইনিংস শুরু করে আজ প্রথম ওভারেই কোনো রান তোলার আগেই ভারত হারিয়ে ফেলল ২ উইকেট। ক্রিস ওকস টানা দুই বলে তুলে নিলেন যশস্বী জয়সোয়াল ও সাই সুদর্শনকে।

চার দিনের মধ্যেই টেস্ট হারার শঙ্কায় থাকা ভারতকে এরপর উদ্ধার করলেন লোকেশ রাহুল ও শুবমান গিল। ১৭৪ রানের জুটি গড়ে ম্যাচটাকে অন্তত শেষ দিনে নেওয়ার কাজটা করেছেন দুজন। রাহুল ৮৭ রানে ও ভারত অধিনায়ক গিল ৭৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ইংল্যান্ডকে আবার ব্যাট করাতে আরও ১৩৭ রান দরকার ভারতের।

৫ উইকেট নেওয়ার পর সেঞ্চুরিও পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস
এএফপি

এর আগে ৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড আরও ১২৫ রান করে অলআউট হয়। ৭৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দুই বছর পর প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে যান। একই ম্যাচে ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরির যুগল কীর্তি গড়া স্টোকস ১৪১ রান করে ফিরেছেন নবম ব্যাটসম্যান হিসেবে। ১০ নম্বর ব্যাটসম্যান ব্রাইডন কার্সকে (৪৭) নিয়ে দশম উইকেটে ৯৫ রান যোগ করেন স্টোকস।

এই ম্যাচটি জিতে গেলে এক ম্যাচ হাতে রেখেই অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিটা জয় করবে ইংল্যান্ড।

আরও পড়ুন

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৩৫৮ ও ৬৩ ওভারে ১৭৪/২ (রাহুল ৮৭*, গিল ৭৮*; ওকস ২/৪৮)।
ইংল্যান্ড: ১৫৭.১ ওভারে ৬৬৯ (রুট ১৫০, স্টোকস ১৪১, ডাকেট ৯৪, ক্রলি ৮৪, পোপ ৭১, কার্স ৪৭; জাদেজা ৪/১৪৩, সুন্দর ২/১০৭, বুমরা ২/১১২)।
আরও পড়ুন