বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

তামিম ইকবালপ্রথম আলো

বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম।

নির্বাচনের ভোট গ্রহণ হবে ৬ অক্টোবর। তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ।

আরও পড়ুন

কাল থেকেই ক্রিকেটপাড়ায় এমন গুঞ্জন শোনা গেছে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০ থেকে ১২টি ক্লাবের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছিল বিশ্বস্ত সূত্র।

এ ব্যাপারে কাল রাতে জরুরি সভায় বসছিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, আজই প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা।

বিসিবির নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলেন তামিম
আয়োজকদের সৌজন্যে

কাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। এর পর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জন শোনা যায়। জানা গেছে, আরও অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি পক্ষ নির্বাচনের জন্য জেলা ও বিভাগের কাউন্সিলরদের নাম পাঠানোয় সরকারি হস্তক্ষেপ ও বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তামিম।

আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুরও। এক্সিওম ক্রিকেটার্স থেকে বিসিবির পরিচালক পদে নির্বাচন করার কথা ছিল তাঁর। তিনি বলেছেন, ‘সরকারি হস্তক্ষেপের কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’

এখন পর্যন্ত যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন

ক্যাটাগরি ১

মির হেলাল

ক্যাটাগরি ২

তামিম ইকবাল

সাইদ ইবরাহিম (বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ছেলে)

ইসরাফিল খসরু (বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী)

রফিকুল ইসলাম বাবু

বোরহানুল পাপ্পু

মাসুদুজ্জামান

আসিফ রব্বানি

মির্জা ইয়াসির আব্বাস (বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে)

সাব্বির আহমেদ রুবেল

ক্যাটাগরি ৩

সিরাজ উদ্দিন আলমগীর

আরও পড়ুন