২৫ হাজারে টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলিছবি : সংগৃহীত

ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে স্টেডিয়ামে গ্যালারি আছে শুধু বিরাট কোহলির নামে। দিল্লির অরুণ জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামের একটি প্রান্তের নাম বিরাট কোহলি প্যাভিলিয়ন। আজ সেই প্যাভিলিয়নের সামনেই অনন্য এক রেকর্ড গড়লেন ভারতের তারকা ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান এখন কোহলির। টপকে গেছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে।

কোহলির আগেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৫ হাজার রান করেছেন ৫ জন। এর মধ্যে টেন্ডুলকারের লেগেছিল ৫৭৭ ইনিংস, ২০১৩ সালে ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩৪ হাজারের বেশি রান নিয়ে।

আরও পড়ুন

২৫ হাজার রানে কোহলি টেন্ডুলকারকে ছাড়িয়ে যান ভারত-অস্ট্রেলিয়া দিল্লি টেস্টের তৃতীয় দিনে। জয়ের জন্য ভারতের দরকার ছিল ১১৫ রান, মাইলফলক স্পর্শ করতে কোহলির দরকার ছিল ৮ রান।

ভারত–অস্ট্রেলিয়া দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০ রান করার পথে দ্রুততম ২৫ হাজার রানের মাইলফলক গড়েন কোহলি
রয়টার্স

নাথান লায়নকে মিড অনে খেলে সিঙ্গেল নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারতম রানটি নেন তিনি। মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠ হলেও ইনিংস খেলার দিক থেকে ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যানই এখন সবার ওপরে।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা কোহলি গত কয়েক বছর ধরেই রেকর্ডটির দিকে ছুটছিলেন। ৪১৭ ইনিংসেই স্পর্শ করে ফেলেছিলেন ২০ হাজার রানের মাইলফলক। সর্বশেষ পাঁচ হাজার রান করতে লেগে গেছে ১৩২ ইনিংস, যা আগের প্রতিটি পাঁচ হাজারের তুলনায় সবচেয়ে বেশি।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান (ইনিংসে)

তবে কিছুটা সময় লাগলেও রেকর্ডটা শেষ পর্যন্ত কোহলিরই। এই পঁচিশ হাজারের মধ্যে ১০৬ টেস্টে রান ৮ হাজার ১৯৫, ২৭১ ওয়ানডেতে ১২ হাজার ৮০৯ ও ১১৫ টি-টোয়েন্টিতে ৪ হাজার ৮ রান তাঁর।

তিন সংস্করণের ক্রিকেটে কোহলির রান এখন ২৫ হাজারের বেশি
এএফপি

টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া রেকর্ডটি গড়ার পর কোহলিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছে বিসিসিআই, ‘মাইলফলক উন্মোচিত হয়ে গেল! আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান করায় বিরাট কোহলিকে অভিনন্দন। স্রেফ রোমাঞ্চকর।’

বর্তমান ক্রিকেটারদের মধ্যে কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ রান ইংল্যান্ডের জো রুটের। ৪১০ ইনিংসে সাবেক ইংলিশ অধিনায়কের রান ১৭ হাজার ৭২৯। ১৭ হাজার ৪৪ রান নিয়ে এর পরে আছেন ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন