দিনে ম্যাচ হওয়ায় যেখানে ‘সমতা’ দেখছে শ্রীলঙ্কা

ম্যাচের আগের দিন পিচ পর্যবেক্ষোণ শ্রীলঙ্কা দলপ্রথম আলো

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে কন্ডিশন ‘দুই দলের জন্যই সমান’ থাকবে বলে আশা শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজের। আগের দুটি ম্যাচ দিবা-রাত্রির হলেও আগামীকাল চট্টগ্রামে শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা, শিশিরের প্রভাব পরের ইনিংসে ছিল স্পষ্ট। ফলে লঙ্কান বোলাররা, বিশেষ করে স্পিনাররা বল গ্রিপ করতে ঝামেলায় পড়েন। ৩২ বল বাকি থাকতেই শ্রীলঙ্কার দেওয়া ২৫৬ রানের লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। পরের ম্যাচেও টসে জেতে শ্রীলঙ্কা, তবে নেয় ব্যাটিং। ২৮৬ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয় স্বাগতিকেরা।

দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নেওয়া হাসারাঙ্গার পারফরম্যান্সের কথা বলতে গিয়ে সংবাদ সম্মেলনে নেওয়াজ বলেন, ‘প্রথম ম্যাচে আমরা রাতে বোলিং করেছিলাম। আর আপনারা সবাই জানেন, অনেক শিশির ছিল। শুধু হাসারাঙ্গা নয়, মহীশ তিকশানা এবং সব স্পিনারের বল গ্রিপ করা কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে বোলিং করেছে বলে অবধারিতভাবেই কন্ডিশন তার (হাসারাঙ্গার) পক্ষে ছিল। সাদা বলে সে দারুণ একজন বোলার, শ্রীলঙ্কার হয়ে আগেও সেটি প্রমাণ করেছে। কন্ডিশন পক্ষে ছিল, সে আমাদের জয় এনে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে নাভিদ নেওয়াজ
প্রথম আলো

প্রথম ম্যাচের পরই বোঝা গিয়েছিল, দ্বিতীয় ম্যাচে টসে জিতলে আর ব্যাটিং নেওয়ার ‘ভুল’ করবে না শ্রীলঙ্কা। শেষ ম্যাচে অবশ্য দিনে খেলা বলে অন্তত শিশিরের ঝামেলায় পড়ার কথা নয় কোনো দলের। নেওয়াজও বলছেন সেটিই, ‘একটা ব্যাপার আমি নিশ্চিত, শিশিরের ব্যাপারটি আর থাকবে না। ফলে দুই দলের জন্য একই কন্ডিশন থাকবে।’

আরও পড়ুন

২০২১ সালে সর্বশেষ এ মাঠে দিনের ম্যাচ হয়েছে। এখন পর্যন্ত ১১টি দিনের ম্যাচে ৮টিতেই হেরেছে টসে জেতা দল। এর মধ্যে ৬ বারই হেরেছে টসে জিতে ব্যাটিং নেওয়া দল। শিশিরের প্রভাব দূরে সরিয়ে রাখলে টসের সিদ্ধান্ত কী হবে, সে প্রসঙ্গে নেওয়াজ বলেছেন, ‘আমরা উইকেটটা বুঝব। এরপর দেখব আগে ব্যাটিং বা বোলিংয়ের সুবিধা কী। কোন দল এ ক্ষেত্রে সুবিধা পাবে। এর বাইরে দিনের ম্যাচ বলে কন্ডিশন দুই দলের জন্য একই থাকবে।’

প্রথম ম্যাচে বল গ্রিপ করতে ঝামেলায় পড়েছিলেন শ্রীলঙ্কান স্পিনাররা
প্রথম আলো

চট্টগ্রামের উইকেট সাধারণত রান-প্রসবা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে জেতা ম্যাচে গড় স্কোর ২৮৬। যদিও আগের ম্যাচে এমন স্কোর ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশ। তবে চট্টগ্রামের উইকেট সম্বন্ধে আগে থেকেই ধারণা আছে একসময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা নেওয়াজের, ‘সাধারণত ময়েশ্চার থাকলে পিচে বল একটু থেমে আসে। এর বাইরে এটা ভালো ব্যাটিং পিচ। আগের দুই ওয়ানডেতেও সেটি দেখেছি। পিচ দারুণ ছিল।’

শেষ ম্যাচে দুই দলই নামছে চোটের সমস্যা নিয়ে। বাংলাদেশ পেসার তানজিম হাসানের মতো সিরিজ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কা পেসার দিলশান মাদুশঙ্কারও। তানজিমের জায়গায় বাংলাদেশ ডেকে পাঠিয়েছে হাসান মাহমুদকে।